Entertainment News

‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বর্যা

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছিলেন ঐশ্বর্যা। সেই মাইলস্টোনের জন্য পুরস্কার পেয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৩:৪৯
Share:

ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ঐশ্বর্যা রাই বচ্চনের মুকুটে নতুন পালক। ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন নায়িকা। গত শনিবার তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisement

যে সব মহিলারা তাঁদের কর্মক্ষেত্রে কোনও মাইলস্টোন তৈরি করতে পেরেছেন, তাঁরাই রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার পান। ১১২টি বিভিন্ন ক্ষেত্র থেকে পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছিলেন ঐশ্বর্যা। সেই মাইলস্টোনের জন্য পুরস্কার পেয়েছেন।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রঙের শাড়িতে সেজেছিলেন ঐশ্বর্যা। লাল টিপ, সঙ্গে মানানসই সিলভার গয়না। গোটা অনুষ্ঠানে লাইমলাইট ছিল তাঁর দিকেই।

Advertisement

আরও পড়ুন, সত্যিই কি বলিউডে এন্ট্রি নিচ্ছেন সুহানা?

গত ১৫ বছর ধরে নিয়মিত কান চলচ্চিত্র উত্সবে যান ঐশ্বর্যা। সেখানেও তিনি এক অনন্য কৃতিত্ব রেখেছেন। এই সম্মানে ঐশ্বর্যাকে অভিনন্দন জানিয়েছে বলি মহলের একটা বড় অংশ।

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন 🆕 🇮🇳

🆕

🇮🇳

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন 🆕

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement