Entertainment News

বলিউডের নতুন একটি ক্লাবে ঢুকছেন ঐশ্বর্যা?

আসলে নতুন একটি ক্লাবে ঢুকে পড়তে চলেছেন ঐশ্বর্যা। সেই ক্লাবের সদস্য তালিকায় আগে থেকেই রয়েছেন শাহরুখ, সলমন, হৃতিক, বরুণরা। কিন্তু কোন ক্লাব?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৫:১৮
Share:

ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশন, বরুণ ধবন, অর্জুন কপূর— এঁদের সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চনের একটা মিল রয়েছে। কী বলুন তো?

Advertisement

আসলে নতুন একটি ক্লাবে ঢুকে পড়তে চলেছেন ঐশ্বর্যা। সেই ক্লাবের সদস্য তালিকায় আগে থেকেই রয়েছেন শাহরুখ, সলমন, হৃতিক, বরুণরা। কিন্তু কোন ক্লাব?

আসলে পরবর্তী ছবিতে ডবল রোলে দেখা যাবে ঐশ্বর্যাকে। বলি মহলের খবর, একটি থ্রিলার ছবিতে সই করেছেন নায়িকা। যেখানে ডবল রোলে রয়েছেন তিনি। ২০১৮-এর মাঝামাঝি থেকে শুরু হবে শুটিং। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঐশ্বর্যার বিপরীতে কোন নায়ক অভিনয় করবেন, তাও এখনও জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন, আপনার বিচারে সেরা বাংলা ধারাবাহিক কোনটি?

এ ছাড়াও ‘রাত অউর দিন’-এর রিমেকে দেখা যেতে পারে ঐশ্বর্যাকে। শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তের মা অর্থাত্ নার্গিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হবে এই ছবি। যদিও দু’টি ছবির কোনওটি নিয়েই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি ঐশ্বর্যা।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement