ঐশ্বর্যার ‘জজবা’তে সাহায্য করেছে আরাধ্যা!

পাঁচ বছর পর ফিল্মি কামব্যাক করছেন ঐশ্বর্যা রাই বচ্চন। আগামী ৯ অক্টোবর মুক্তি পাবে তাঁর আসন্ন ছবি ‘জজবা’। আর এই ছবিতে বচ্চন-বধূকে সবথেকে বেশি সাহায্য কে করেছেন জানেন কি? সে অভিষেক-ঐশ্বর্যার একরত্তি মেয়ে আরাধ্যা। এ কথা স্বীকার করে নিয়েছেন খোদ ঐশ্বর্যাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১০
Share:

ছবি: পিটিআই।

পাঁচ বছর পর ফিল্মি কামব্যাক করছেন ঐশ্বর্যা রাই বচ্চন। আগামী ৯ অক্টোবর মুক্তি পাবে তাঁর আসন্ন ছবি ‘জজবা’। আর এই ছবিতে বচ্চন-বধূকে সবথেকে বেশি সাহায্য কে করেছেন জানেন কি? সে অভিষেক-ঐশ্বর্যার একরত্তি মেয়ে আরাধ্যা। এ কথা স্বীকার করে নিয়েছেন খোদ ঐশ্বর্যাও।

Advertisement

কিন্তু কী ভাবে?

ঐশ্বর্যার কথায়, ‘‘এক জন মা হয়ে এই চিত্রনাট্যটা আমি আরও ভাল ট্রিট করতে পেরেছি। আরাধ্যা হওয়ার পর এমন অনেক কিছু বুঝতে শিখেছি যাতে এই ছবিটা করা আমার কাছে আরও সহজ হয়েছে।’’ ছবিতে এক জন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যিনি নিজের মেয়েকে হারিয়েছেন। মামলা লড়ে অপরাধীদের ধরবেন তিনি। ছবিতে এমন কিছু নাটকীয় মুহূর্ত রয়েছে যেখানে তাঁর চরিত্রটি চরম সত্যের মুখোমুখি হয়েছে। আসলে জীবনের অভিজ্ঞতাই এ ক্ষেত্রে তাঁর শিক্ষকের কাজ করেছে।

Advertisement

বাস্তবের মা পর্দাতেও সেই সূক্ষ্ম অনুভূতি গুলি যথাযথ ফুটিয়ে তুলেছেন বলে দাবি করেছেন ঐশ্বর্যা। আর তাতে পরোক্ষে তাঁকে সাহায্য করেছে তাঁর মেয়ে আরাধ্যা। ঐশ্বর্যার সঙ্গে এই ছবিতে দেখা যাবে ইরফান খানকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement