আরাধ্যাকে কেন কান-এ নিয়ে যান ঐশ্বর্যা? ছবি: সংগৃহীত।
মায়ের সঙ্গ ছাড়া এক মুহূর্ত চলে না ঐশ্বর্যা-কন্যা আরাধ্যা বচ্চনের। বিভিন্ন অনুষ্ঠানে মেয়েকে সঙ্গে নিয়ে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। এমনকি ২০২৩ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবেও আরাধ্যাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন ঐশ্বর্যা। এর পিছনে নাকি রয়েছে বিশেষ একটি কারণ।
২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন ঐশ্বর্যা। তাই প্রতি বছর তাঁর সাজ নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে। ২০১৭ সাল থেকে অভিনেত্রীর সঙ্গে যাওয়া শুরু করে আরাধ্যাও। ঐশ্বর্যা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কান চলচ্চিত্র উৎসবে গিয়ে নাকি আরাধ্যা খুবই স্বচ্ছন্দ বোধ করে। বিদেশের মাটিতে এমন অচেনা পরিবেশে কোনও অসুবিধাই হয়নি তার কখনও। বিভিন্ন মানুষের সমাগম, নানা রকমের সাজ, ঔজ্জ্বল্য, এবং গোটা পরিবেশই নাকি আরাধ্যা খুব পছন্দ করে।
কান চলচ্চিত্র উৎসবে তা হলে আরাধ্যা্র অভিজ্ঞতা কেমন? ঐশ্বর্যাকে এই প্রশ্ন করতেই তিনি বলেছিলেন, “এই প্রশ্নের উত্তরটা ওরই (আরাধ্যা) দেওয়া উচিত নয়? আমার মনে হয়, একটা সময়ে ও ঠিক এই প্রশ্নের উত্তর দিতে পারবে।” ঐশ্বর্যা এ-ও জানান, তাঁর কন্যা নাকি সকলকে নিয়ে চলতে পছন্দ করে। পরিবার ও পরিজন একসঙ্গে থাকা তার কাছে খুব গুরুত্বপূর্ণ।
‘গুরু’ ছবিতে অভিনয় করার সময় থেকে প্রেম শুরু অভিষেক ও ঐশ্বর্যার। বিয়ে করতে দেরি করেননি তাঁরা। ২০০৭ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন। তার চার বছর পরে, অর্থাৎ ২০১১ সালে অভিষেক ও ঐশ্বর্যার কোলে আসে আরাধ্যা বচ্চন।