Entertainment News

ঐশ্বর্যা-রণবীর ঘনিষ্ঠ! অস্বস্তি বচ্চন পরিবারে

‘ধুম ২’-র সেই বিখ্যাত চুমু মনে আছে? সে বার ঠোঁটে ঠোঁট মিলিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং হৃতিক রোশন। ফের পর্দায় চুমু খাবেন বচ্চন-বধূ। আর এ বার ‘লিপ লক’ নাকি রণবীর কপূরের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ১১:৫৬
Share:

‘ধুম ২’-র সেই বিখ্যাত চুমু মনে আছে? সে বার ঠোঁটে ঠোঁট মিলিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং হৃতিক রোশন। ফের পর্দায় চুমু খাবেন বচ্চন-বধূ। আর এ বার ‘লিপ লক’ নাকি রণবীর কপূরের সঙ্গে। কর্ণ জোহরের পরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ নাকি থাকবে এমনই এক চুমু যা নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে বচ্চন-পরিবার!

Advertisement

সূত্রের খবর, এই ছবিতে ঐশ্বর্যা-রণবীরের বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। ঐশ্বর্যা নিজে নাকি কর্ণ জোহরকে দৃশ্যগুলি বাদ দেওয়ার অনুরোধ করেছেন। কর্ণ সেই অনুরোধ রাখবেন কীনা তা অবশ্য ছবি মুক্তির পরই বোঝা যাবে। তবে ওই বিশেষ ‘লিপ-লক’-এর দৃশ্যে ঐশ্বর্য অস্বস্তি বোধ করায় দৃশ্যটি অন্য ভাবে শুট করা হয়েছে।

তবে বলি পাড়ার একটা বড় অংশের দাবি, বচ্চন পরিবারের সকলেই প্রফেশনাল অভিনেতা। আর ঐশ্বর্যার সিদ্ধান্তের বিষয়ে কেউই হস্তক্ষেপ করেন না। ফলে একজন পেশাদার হিসেবে ‘লিপ-লক’-এ ঐশ্বর্যারও কোনও অসুবিধে হয়নি।

Advertisement

আরও পড়ুন, নুড ফটোশুট করা নিশাকে আজ কেমন দেখতে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement