বেগুনি লিপস্টিক পরে হাসির খোরাক ঐশ্বর্যা!

বেবিপিঙ্ক লং গাউনে ফুলেল নকশা। চুলে পনিটেল। স্মোকি আইজ। আর…। বেগুনি ঠোঁট। অর্থাত্ ঠোঁটে বেগুনি লিপস্টিক। হুম। ঠিক এই সাজেই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পোজ দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১২:৫১
Share:

বেবিপিঙ্ক লং গাউনে ফুলেল নকশা। চুলে পনিটেল। স্মোকি আইজ। আর…।

Advertisement

বেগুনি ঠোঁট। অর্থাত্ ঠোঁটে বেগুনি লিপস্টিক।

হুম। ঠিক এই সাজেই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পোজ দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। গত রবিবার রাতে সেই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে রাই সুন্দরীকে নিয়ে।

Advertisement

আলোচনা না বলে সমালোচনা বলাই ভাল বোধহয়। আসলে হাসির খোরাক হয়েছেন বচ্চন-বধূ। কেউ বলছেন, ঐশ্বর্যাকে দেখে মনে হচ্ছে, সবেমাত্র ব্ল্যাক কারেন্ট আইসক্রীম খেয়েছেন। কেউ বলছেন, ঘুম থেকে উঠে এই বেগুনি ঠোঁট দেখে বিরক্ত লাগল। বা নায়িকা কি দেওয়ালের রঙের বিজ্ঞাপন করছেন?

এ সব শুনে কি বিব্রত ঐশ্বর্যা?

না! বরং তাঁর স্পষ্ট জবাব, ‘‘আমি অভিনেত্রী। বিভিন্ন রকম ফ্যাশন আমার পছন্দ। সবথেকে বড় কথা আমি প্রফেশনাল।’’

আরও পড়ুন, ‘কান’-এ যাওয়ার আগে বাথটবে ঐশ্বর্যা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement