Entertainment News

মুম্বইতে গণেশ বিসর্জনে ঐশ্বর্যা

মুম্বইতে গণেশ চতুর্থী ধুমধাম করে পালন হয়। বহু তারকা নিজেদের বাড়িতে বা অফিসে গণেশ পুজো করেন। গত ১০ দিন ধরে উত্সব চলার পরে এ বার গণেশ বিসর্জনের পালা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ১৩:০১
Share:

গণেশ মূর্তিতে প্রণাম করছেন ঐশ্বর্যা।

তিনি ফ্রেমে ধরা দিয়েছেন মানেই সব লাইমলাইট তাঁর উপর। তিনি অর্থাত্ ঐশ্বর্যা রাই বচ্চন। এ বারও তার ব্যতিক্রম হল না। কয়েক ঘণ্টা আগে মুম্বইয়ের লালবাগচা রাজায় গণেশ মূর্তিতে প্রণাম জানাতে গিয়েছিলেন বচ্চন বধূ। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চনও। লাল শাড়ি, গয়না, সিঁদুরে সেজে ধরা দিয়েছেন ক্যামেরায়।

Advertisement

আরও পড়ুন, ‘রাধার জন্যই ওজন বাড়িয়েছিলাম’

শুধু ঐশ্বর্যা নন, লালবাগচা রাজায় গত সোমবার হাজির ছিলেন বলি মহলের একাধিক তারকা। প্রিয়ঙ্কা চোপড়া, অজয় দেবগণ, ইমরান হাশমি, অর্জুন রামপাল, মণীশ মলহোত্রা-সহ প্রথম সারির বহু সেলেব গণেশ মূর্তি ভাসানের আগে প্রণাম জানাতে গিয়েছিলেন।

Advertisement

আরও পড়ুন, ঋতুদা বলেছিল, তুই ডবলডেকার বাসের তলায় চাপা পড়ে মর

মুম্বইতে গণেশ চতুর্থী ধুমধাম করে পালন হয়। বহু তারকা নিজেদের বাড়িতে বা অফিসে গণেশ পুজো করেন। গত ১০ দিন ধরে উত্সব চলার পরে এ বার গণেশ বিসর্জনের পালা।

লালবাগচা রাজায় ঐশ্বর্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement