অভিষেক-ঐশ্বর্যা
তিনি বিশ্বসুন্দরী। স্বামী তাঁকে আখ্যা দিলেন ‘সুপারমম’। কথা হচ্ছে ঐশ্বর্যা রাই বচ্চনের। মায়ের দায়িত্ব ঐশ্বর্যা কত ভাল ভাবে পালন করছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্তুতি গাইলেন স্বামী অভিষেক বচ্চন।
অভিষেকের কথায়, ‘‘ঐশ্বর্যা যখন মা হল, স্বাভাবিক ভাবেই ওর কেরিয়ারের গুরুত্ব কমল। আরাধ্যা হওয়ার পরেই ঐশ্বর্যার ওজন বাড়া নিয়ে অনেক খারাপ কথা লেখা হয়েছিল। সেগুলো পড়ে আমি বেশ দুঃখ পেয়েছিলাম।’’ তবে ঐশ্বর্যা কিন্তু ভেঙে পড়েননি। অভিষেক বলেন, ‘‘ঐশ্বর্যাই আমার মনোবল বাড়াত। কোনও সমালোচনাকে গুরুত্ব দিত না। ওকে যারা চেনে, তারা খুব ভাল করেই জানে, ও জিমে যায় না। শুধু ‘ধুম টু’র শ্যুটিংয়ে আমি, হৃতিক, উদয় জোর করে ওকে জিমে নিয়ে গিয়েছি।’’
ঐশ্বর্যার গুণমুগ্ধ অভিষেকের কথায়, ‘‘ওকে কখনও অভিযোগ করতে দেখি না। এত ব্যস্ততা, ট্র্যাভেলের ঝক্কি...কিছু নিয়েই ওর কোনও অভিযোগ নেই। ছোটখাটো ব্যাপার নিয়ে দুশ্চিন্তাও নেই ওর। এটাও একটা বড় গুণ।’’