Classical Musician Ajay Chakraborty

‘এখন গান করি না, সব মিশে গেলে অভিনবত্ব বোঝানো কঠিন’! আধুনিক সঙ্গীত নিয়ে মত অজয় চক্রবর্তীর

“যাঁরা শ্রেষ্ঠ হয়েছেন, তাঁরা প্রত্যেকেই রাগসঙ্গীতের কাছে ঋণী”, অজয় চক্রবর্তীর কথায় উঠে আসে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের নামও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৬
Share:

এই সময়ের গানবাজনা নিয়ে কী মত সঙ্গীতশিল্পীর? ছবি: সংগৃহীত।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অজয় চক্রবর্তী। গান নিয়ে তাঁর জ্ঞান, চর্চা, মন্তব্য যে কোনও সঙ্গীতশিল্পীকে ঋদ্ধ করে। সম্প্রতি, শহরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিল্পী। এই সময়ের গানবাজনা, সমাজমাধ্যমের ‘ভাইরাল ট্রেন্ড’ প্রসঙ্গে কী বললেন তিনি?

Advertisement

এখন সমাজমাধ্যমেই দিনের অর্ধেক সময় কেটে যায় অধিকাংশ মানুষের। সেখানে যা ছড়িয়ে পড়ে বেশি, সেটাই ‘ট্রেন্ড’ হয়ে যায়। কয়েক বছর আগে রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে পড়া রানু মণ্ডল, কিংবা ‘কাঁচা বাদাম’ গান এর প্রকৃষ্ট উদাহরণ। আগের গানবাজনার সঙ্গে এখনের এই ফারাক কোনও ভাবে প্রভাব ফেলেছে শিল্পীর জীবনে? তাঁর পরিষ্কার জবাব, “আমি এখন গান করি না। কারণ, আমার মনে হয় যে এই সঙ্গীত (শাস্ত্রীয়) সবার সঙ্গে মিশিয়ে ফেললে, তার অভিনবত্ব বোঝানো মুশকিল। ফলে যে দিকে সবাই যায়, সে দিকে যাই না। কিন্তু, আমার অন্য গানের প্রতিও সমান শ্রদ্ধা রয়েছে।’’

সেই সঙ্গে তিনি যোগ করলেন, ‘‘লতা মঙ্গেশকর আজ লতা মঙ্গেশকর হতেন না, যদি রাগসঙ্গীত না থাকত, বা আশা ভোঁসলেও হতেন না। সুতরাং, যাঁরা শ্রেষ্ঠ হয়েছেন, তাঁরা প্রত্যেকেই রাগসঙ্গীতের কাছে ঋণী। সেটা প্রকাশ্যে আমাদের সঙ্গে তাঁরা বহু বার বলেছেন। আমাকে লতাজি নিজে বলেছেন, ‘আপনি কৌশিকীকে (চক্রবর্তী) কী ভাবে শিখিয়েছেন, সেটা দেখার জন্য আমাকে আবার এক বার আসতে হবে।’ এটা তো আমার কৃতিত্ব নয়, এটা ভারতীয় সঙ্গীতের কৃতিত্ব।”

Advertisement

সমাজমাধ্যমে ‘ভাইরাল’ গান প্রসঙ্গে কী মত তাঁর? শিল্পীর স্পষ্ট দাবি, “কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়। যে যেটা ভালবাসে সেটা করবে। সবটাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement