Anoushka Shankar

১৫ বছরে যা হয়নি সেটাই হল অনুষ্কা শঙ্করের সঙ্গে, ভাঙল সেতার! তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শিল্পী

প্রায় দুই টুকরো হল অনুষ্কা শঙ্করের সেতার। কী ভাবে ঘটল এমন অঘটন? কার দিকে অভিযোগের আঙুল তুললেন সেতারবাদক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৪
Share:

অনুষ্কা শঙ্কর। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক স্তরে যে সকল ভারতীয় দেশের নাম উজ্জ্বল করেছেন, তাঁদের অন্যতম অনুষ্কা শঙ্কর। এ বার তাঁর সঙ্গে এমন এক ঘটনা ঘটল, যে তাতে ক্ষুব্ধ সেতারবাদক। অনুষ্কা ‘এয়ার ইন্ডিয়া’র বিমানে চেপে বাড়ি ফিরছিলেন। সেই বিমানেই অনুষ্কার সেতার ভেঙে ছত্রখান। ঠিক কী ঘটেছে? অনুষ্কার কী অভিযোগ?

Advertisement

অনুষ্কা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে, তাঁর সেতারের একটি অংশ ফেটে প্রায় দুই টুকরো হয়ে গিয়েছে। যদিও অনুষ্কার দাবি, তাঁর সেতার দেখভালের জন্য ‘হ্যান্ডলিং চার্জ’ হিসাবে ওই বিমান সংস্থাকে আলাদা অর্থ দিয়েছিলেন তিনি। তাতেও কোনও লাভ হয়নি। শুধু যে সেতার ভেঙে গিয়েছে তা-ই নয়, যে বাক্সে যন্ত্রটি ছিল সেটিও ভেঙে গিয়েছে। ক্ষুব্ধ অনুষ্কা লেখেন, ‘‘প্রথমে আমি আমার সেতারের উপরের অংশটা দেখে তেমন কিছু বুঝিনি। ‘টিউন’ করার পরে বুঝলাম, সেতারটার কী অবস্থা করেছে! প্রথম বার আমি ‘এয়ার ইন্ডিয়া’তে গেলাম আর প্রথম অভিজ্ঞতাই এমন হবে ভাবতে পারিনি। এই সঙ্গীত আসলে যে দেশের, তারাই বাদ্যযন্ত্রটাকে এমন অবহেলা করল!’’ বিমানে যাতায়াত শুরুর পরে এমন ঘটনা গত ১৫ বছরে কখনও তাঁর সঙ্গে ঘটেনি, জানান অনুষ্কা।

অনুষ্কা সাফ জানান, এই সংস্থার বিমানে ভারতীয় কোনও বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া একেবারেই সুরক্ষিত নয়। তিনি প্রশ্ন তুলেছেন, নিজের বাদ্যযন্ত্র সযত্নে নিয়ে যাওয়ার জন্য যে উপরি টাকা দিতে হয়, সেটা দেওয়ার পরেও কেন এমন অবস্থা হল? এই ঘটনার প্রকাশ্যে আসতে মুখ খুলেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। তাদের তরফে বলা হয়েছে, ‘‘আমাদের অতিথির এমন অভিজ্ঞতা হল কেন তা নিয়ে আমরা ভাবিত। এই ঘটনার ফলে শিল্পীকে যে উদ্বেগের মধ্যে থাকতে হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।’’ তারা জানায়, ঘটনাটি কেন ঘটল সেটা জানার চেষ্টা চলছে। বিমানে মালপত্র বোঝাই ও বহনের গোটা প্রক্রিয়ার সঙ্গে একাধিক লোক যুক্ত থাকেন, ফলে কার দোষে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। শিল্পী তাঁর অভিযোগে অবশ্য কোন বিমান বা বিমানবন্দরের নাম, কিছুই উল্লেখ করেননি।

Advertisement

আগামী বছর ভারতে আসবেন অনুষ্কা। দেশের ৬টি শহরে আয়োজিত হবে তাঁর একক অনুষ্ঠান। ৩০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই সফর শেষ হবে ৮ ফেব্রুয়ারি, কলকাতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement