Entertainment News

‘কাজল আর কর্ণর বন্ধুত্ব ভেঙে গিয়েছে’

এতদিনের ফেমাস বন্ধুত্বের সম্পর্কে কী সত্যিই চিড় ধরল? বলি পাড়ার অন্দরে কানাঘুঁষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। দুই দশকেরও বেশি পুরনো তাঁদের হিট নায়িকা-পরিচালক সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কেই বেশ কিছুদিন ধরেই জমছিল বিচ্ছেদের কালো মেঘ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৬ ১৩:৫১
Share:

এতদিনের ফেমাস বন্ধুত্বের সম্পর্কে কী সত্যিই চিড় ধরল? বলি পাড়ার অন্দরে কানাঘুঁষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। দুই দশকেরও বেশি পুরনো তাঁদের হিট নায়িকা-পরিচালক সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কেই বেশ কিছুদিন ধরেই জমছিল বিচ্ছেদের কালো মেঘ। এ বার সব জল্পনার অবসান ঘটালেন খোদ নায়িকার স্বামী। কাজল আর কর্ণ জোহরের বন্ধুত্বের সম্পর্ক যে আর আগের মতো নেই, তা খোলাখুলি জানিয়েই দিলেন অজয় দেবগণ।

Advertisement

কিন্তু এই ঝগড়ার সূত্রপাত কী ভাবে?

আসলে কর্ণর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আর অজয় দেবগণের ‘শিবায়’ মুক্তি পাচ্ছে একই দিনে। আর বি-টাউনে জোর গুজব, এই দুই ছবির বক্স অফিস টক্কর নিয়েই দেবগণ পরিবারের সঙ্গে অশান্তির শুরু কর্ণর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে অজয় বলেন, ‘‘কর্ণ কোনওদিনই আমার বন্ধু ছিলেন না। আর কাজলের সঙ্গেও ওঁর আগের মতো বন্ধুত্বের সম্পর্ক আর নেই।’’ তবে বিষয়টিকে একেবারেই ব্যাক্তিগত ভাবে সামলাতে চেয়েছেন অজয়। এই ঝগড়া একেবারেই প্রফেশনাল নয়, বরং পুরোটাই ব্যক্তিগত ইস্যুতে, সে কথাও বলেছেন তিনি। কিন্তু সত্যিই কী তাই?

Advertisement

আদিত্য চোপড়ার ‘ডিডিএলজে’ দিয়ে শুরু। এই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন কর্ণ জোহর। আর নায়িকা কাজল। এরপরেই কর্ণর প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। আবারও সুপারহিট এই ছবির নায়িকা কাজল। সেই প্রথম ছবি থেকেই বি-টাউনের জনপ্রিয় বন্ধুত্ব তাঁদের। এ বার কী তাতে সত্যি সত্যিই পূর্ণচ্ছেদ? চারপাশের আবহাওয়া কিন্তু তেমনই বলছে।

আরও পড়ুন: পুজোর মুডে সেলেবরা

আরও পড়ুন: পুজোর সময় বাড়িতে বসে থাকা মানে টু মাচ...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement