Entertainment News

কাজলের ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন অজয়!

কাজলের কোন ব্যক্তিগত তথ্য শেয়ার হল সোশ্যাল মিডিয়ায়? কী ভাবে ছড়িয়ে পড়ল খবর?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৯
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

অনুরাগীদের সঙ্গে এই মুহূর্তে সেলেবদের সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। কেউ সেটা উপভোগ করেন। কেউ বা বিরক্ত হন। কিন্তু অসতর্ক হয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার? হ্যাঁ, তা-ও কখনও কখনও হয় বৈকি! এ বার সেই তালিকায় যোগ হল কাজলের নাম।

Advertisement

কাজলের কোন ব্যক্তিগত তথ্য শেয়ার হল সোশ্যাল মিডিয়ায়? কী ভাবে ছড়িয়ে পড়ল খবর?

এই ঘটনার জন্য একেবারেই কাজল দায়ী নন। বরং দায়ী অজয় দেবগণ। কারণ তিনি কাজলের ফোন নম্বর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সোমবার অজয় টুইট করেন, ‘কাজল দেশে নেই। ওর সঙ্গে যোগাযোগ করুন … নম্বরে।’

আরও পড়ুন, অভিনয় নয়, এ বার এই কাজটাও করলেন শুভশ্রী!

এই মুহূর্তে প্রদীপ সরকারের আসন্ন ছবি ‘হেলিকপ্টার ইলা’র প্রচারে ব্যস্ত কাজল। সে কারণে তিনি হয়তো দেশের বাইরে গিয়েছেন। কিন্তু এ ভাবে তাঁর ব্যক্তিগত নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা কি ঠিক? তা নিয়েও প্রশ্ন উঠছে বলি মহলে। অর্থাৎ কাজলের ফোন নম্বর ইচ্ছে করেই অজয় সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, নাকি এ কাজ ইচ্ছাকৃত তা নিয়েও ধন্দে রয়েছেন ইন্ডাস্ট্রির বড় অংশ।


অজয়ের সেই টুইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement