Entertainment News

আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ

আমিশার বিরুদ্ধে প্রযোজক অজয়কুমার সিংহ আড়াই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৮:৩৬
Share:

আমিশা পটেল। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

‘কহো না প্যায়ার হ্যায়’— দিয়ে বলি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন আমিশা পটেল। সুপারহিট হয়েছিল সে ছবি। তার পর নায়িকা সে ভাবে আর প্রথম সারিতে জায়গা করে নিতে পারেননি। তবে ফের তিনি শিরোনামে। এ বার প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

আমিশার বিরুদ্ধে প্রযোজক অজয়কুমার সিংহ আড়াই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছেন। অজয়ের অভিযোগ, ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তাঁর বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তাঁর থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাঁকে ফেরত দেননি বলে অভিযোগ। এই মর্মে রাঁচী আদালতে মামলা দায়ের করেছেন অজয়।

এই বিষয়ে অজয় সাংবাদিকদের জানিয়েছেন, গত বছর মার্চে রাঁচীর একটা অনুষ্ঠানে আমিশা এবং কুণালের সঙ্গে তাঁর দেখা হয়। সে সময় তাঁদের আড়াই কোটি টাকা দিয়েছিলেন তিনি। ‘‘ওরা আমাকে বলেছিল ২০১৮-র জুনে ছবিটি রিলিজ করবে। যেটা আমার জন্য লাভজনক হবে। কিন্তু সেটা হয়নি। ওরা কথা দিয়েছিল সুদ সমেত দু’তিন মাসের মধ্যে টাকাটা ফেরত দেবে। তিন কোটি টাকার একটা চেকও দিয়েছিল। কিন্তু সেটা বাউন্স করে। সেটা ওদের জানানোর পর আমিশার সঙ্গে বড় বড় লোকেদের ছবি দেখিয়ে আমাকে ভয় দেখায়। ওরা বলেছিল এ বছর ছবিটা রিলিজ করবে। কিন্তু তেমন কোনও খবর এখনও পর্যন্ত আমার কাছে নেই।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি আমিশা। তাঁর ঘনিষ্ঠদের দাবি, আইনি পথেই এ বার গোটা ঘটনাটির মোকাবিলা করবেন নায়িকা।

আরও পড়ুন, স্পেশ্যাল চাইল্ড যখন গোয়েন্দা, কেয়ার অব ‘কিয়া অ্যান্ড কসমস’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন