(বাঁ দিকে) আজ়াজ খান, প্রেমানন্দ মহারাজ (ডান দিকে)। —ফাইল চিত্র।
ধর্ষণ থেকে বহুবিবাহ, মাদক পাচার— এমন একাধিক অভিযোগ রয়েছে আজ়াজ খানের বিরুদ্ধে। মাঝে একটা লম্বা সময় জেল খাটতে হয় তাঁকে। মাস কয়েক হল ছাড়া পেয়েছেন। এ বার কি ধর্মকর্মে মন দিলেন আজ়াজ? সম্প্রতি অভিনেতার মন যেন কেঁদে উঠল প্রেমানন্দ মহারাজের জন্য।
গত কয়েক বছর ধরেই কিডনির অসুখে ভুগছেন প্রেমানন্দ মহারাজ। নিয়মিত ডায়ালিসিস নিতে হয় তাঁকে। সম্প্রতি অবস্থার অবনতি হয় তাঁর। চোখমুখ ফুলে উঠেছে। মহারাজের এমন অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সম্প্রতি তিনি নিজেও জানান, যাওয়ার সময় হয়ে এসেছে। সেটা শুনে উদ্বেগ আরও বেড়ে যায় অনুরাগীদের। এর মাঝেই প্রেমানন্দ মহারাজের জন্য এগিয়ে আসেন ‘বিগ বিস্’-এর প্রাক্তন এই প্রতিযোগী। তিনি কিডনি দিতে চান প্রেমানন্দ মহারাজকে।
সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে সবাইকে ওই আধ্যাত্মিক গুরুর জন্য প্রার্থনা করার অনুরোধ করেন আজ়াজ। তিনি বলেন, ‘‘প্রেমানন্দ মহারাজ এমন একজন যিনি অন্য ধর্মের বিরুদ্ধে কোনও কথা বলেননি। কাউকে উস্কানি দেননি। আমার এবং ওঁর রক্ত যদি মিলে যায়, আমি আমার কিডনি দান করতে চাই। উনি ১০০ বছর বাঁচুন। ভারতের ও আমাদের ভাল করুন। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই।’’