House Arrest Show Controversy

লাগাতার ধর্ষণের অভিযোগ! ‘হাউস অ্যারেস্ট’ শো নিয়ে বিতর্কের মধ্যেই ‘অ্যারেস্ট’ আজাজ় খান

অভিনেত্রীকে তাঁর রিয়্যালিটি শো-তে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়েছেন তিনি। বিয়ের প্রতিশ্রুতি‌ও দেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৪:২১
Share:

ধর্ষণের অভিযোগে গ্রেফতার আজাজ় খান। ছবি: সংগৃহীত।

রিয়্যালিটি শো ‘হাউস অ্যারেস্ট’ নিয়ে বিতর্ক চলছিলই। এ বার ধর্ষণের অভিযোগে জড়িয়ে গেল শো-এর অভিনেতা আজাজ় খানের নাম। মুম্বইয়ের চারকোপ থানায় এক অভিনেত্রী লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেতার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, রিয়্যালিটি শো-তে উপস্থাপনার অনুরোধ জানিয়েছিলেন অভিযুক্ত। সেই সূত্রে ঘনিষ্ঠতার চেষ্টা। অভিনেতা জোর করে ধর্ষণ করেন তাঁকে। আশ্বাস দেন, ইসলামে চার বার বিবাহের অনুমতি রয়েছে। সেই অনুযায়ী অভিনেত্রী ধর্মান্তরিত হলেই অভিনেতা তাঁকে বিয়ে করবেন।

Advertisement

অভিনেত্রীর আরও অভিযোগ, ২৫ মার্চ অভিনেতা তাঁর বাড়িতে আসেন। ওই দিন প্রথম তাঁকে বলপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি সেখানেই মেটেনি। কয়েক দিন পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান অভিনেতা। প্রত্যেক বার বিবাহের আশ্বাস দেন অভিযোগকারিণীকে।

মুখের কথায় অভিনেতাকে আটকাতে না পেরে বাধ্য হয়ে রবিবার স্থানীয় থানায় অভিযোগ জানান অভিনেত্রী। খবর, তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। ইতিমধ্যেই রিয়্যালিটি শো-তে মহিলা অভিনেত্রীদের উন্মুক্ত পোশাকে পুরুষ অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ পোজ় দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। তার পরেই অভিনেতার নামে এ ধরনের মারাত্মক অভিযোগ ওঠায় পুলিশ বিষয়টি তৎপরতার সঙ্গে দেখছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪, ৬৪(২এম), ৬৯ এবং ৭৪-সহ ধর্ষণ সম্পর্কিত একাধিক ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement