বাবিল পাশে পেলেন বাবা ইরফানকে। ছবি: সংগৃহীত।
রবিবার সকাল থেকে হুলস্থুল কাণ্ড। অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান সমাজমাধ্যমে কান্নায় ভেঙে পড়েছেন। সরাসরি কাঠগড়ায় তুলেছেন বলিউডকে। তাঁর সাফ কথা, “বলিউডের মতো ঝুটো দুনিয়া আর নেই। বলিউড একটা জঘন্য জায়গা। এখানে সকলে রূঢ়।” বলিউডের অন্দরের বৈষম্য নিয়ে অভিযোগ তোলেন নবীন অভিনেতা।
তার পর থেকেই যেন শুরু হয় তোলপাড়। কেউ বাবিলের সমর্থনে এগিয়ে আসেন, কেউ আবার বাবিলকে মদ ও মাদক থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন। কারও মতে, তারকা-পুত্র মানসিক উদ্বেগে ভুগছেন। জীবনের এমন কঠিন সময়ে এসে বাবিলের মন ব্যাকুল বাবা ইরফানের জন্য। এই সময় ইরফান কী ভাবে ছেলের ভরসার জায়গা হয়ে উঠলেন?
এই ঘটনার পর বাবিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি মুছে ফেলেন। ২৪ ঘণ্টা কাটার আগে আবার ফিরেও আসেন। জানান, তাঁর ভিডিয়োর ভুল ব্যখা করা হচ্ছে। তাঁর সহযোগী দলও জানান তিনি মানসিক উদ্বেগে রয়েছেন। ইনস্টাগ্রামে ফিরে এসে ইরফানের ‘মাদারি’ সিনেমার একটি দৃশ্য পোস্ট করেন। যেখানে ইরফান নিজেই প্রায় কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন। তখনই একজন মহিলা এসে তাঁকে আশ্বস্ত করেন, ‘এত ভেঙে পড়বেন না, পুরুষমানুষ তো!’
বাবার ছবির সেই দৃশ্যটা পোস্ট করে তিনি লেখেন, ‘পুরুষ হও।’ ইরফান নিজেও নাকি সব সময় বলতেন, যাঁরা কান্নাকাটি করেন তাঁদের সঙ্গে কখনও কোনও মানুষ কাজ করতে চান না। তাই জীবনের ইতিবাচক দিকটা নিজেকেই খুঁজে নিতে হয়। এ বার কি বাবার কথাই মেনে চলবেন বাবিল!