পরিচালক পাত্তা দিচ্ছেন না রিজ়ওয়ানকে?

‘মৃগয়া’র মোশন পোস্টারে বিমুখ অভিমানী রিজ়ওয়ান! গুরুত্ব প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অভিরূপ

‘মৃগয়া’র মোশন পোস্টার ভাগ করেননি রিজ়ওয়ান রব্বানি। টলিপাড়ায় অন্দরে কানাঘুষো, পরিচালকের সঙ্গে নাকি মান-অভিমান চলছে তাঁর! সত্যিই?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৫:৪৬
Share:

রিজ়ওয়ান রব্বানি শেখের (বাঁ দিকে) কি অভিমান হয়েছে অভিরূপ ঘোষের (ডান দিকে) উপর? ছবি: ফেসবুক।

পরিচালক অভিরূপ ঘোষ নাকি গুরুত্ব দিচ্ছেন না তাঁকে। সদ্য প্রকাশিত ‘মৃগয়া’র মোশন পোস্টারেও তাঁর ছবি নাকি সে ভাবে চোখ পড়ছে না! ছবির চার পুলিশ আধিকারিকের অন্যতম রিজ়ওয়ান রব্বানির অভিমান এমনই যে ছবির বাকি অভিনেতারা মোশন পোস্টার ভাগ করে নিলেও তিনি সে পথে হাঁটেননি। রিজ়ওয়ানের সমাজমাধ্যম তন্ন তন্ন করে খুঁজলেই মোশন পোস্টারের দেখা মিলবে না।

Advertisement

এর পরেই টলিউডে গুঞ্জন, বিষয়টি নাকি খারাপ লেগেছে অভিনেতার। তিনিও চার গুরুত্বপূর্ণ অভিনেতার একজন। কেন তাঁকে এত ছোট করে মোশন পোস্টারে দেখানো হল! গুঞ্জন কি সত্যি? এই কারণেই কি তিনি মোশন পোস্টার ভাগ করেননি? এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ অভিনেতা। আনন্দবাজার ডট কমকে সাফ জানিয়েছেন, “এই বিষয় নিয়ে কোনও কথা বলব না।”

পরিচালক অভিরূপ কি জানেন রিজ়ওয়ানের অভিমানের কথা? এর উত্তরে ‘মৃগয়া’র পরিচালক বলেছেন, “মোশন পোস্টার সবে প্রকাশ পেয়েছে। এক বারে সব অভিনেতাকে সমান ভাবে দেখানো অনেক সময়েই সম্ভব হয় না। তাই গুরুত্বপূর্ণ অভিনেতাদের নিয়ে আলাদা করে পোস্টার বের করব ঠিক করেছি। রিজ়ওয়ানের লুক সেখানে আলাদা করে প্রকাশ্যে আসবে।” তাঁর যুক্তি, টিজ়ার, ট্রেলার-সহ আরও অনেক কিছু প্রকাশিত হবে ধীরে ধীরে। সেখানেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরুত্ব পাবেন। তাঁকে অকারণ ছোট করে দেখানোর কোনও চেষ্টাই তাঁর নেই।

Advertisement

‘মৃগয়া’র প্রথম পোস্টারে চার পুলিশ আধিকারিক অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, রিজ়ওয়ান সমান ভাবে জায়গা পেয়েছিলেন। সেই পোস্টার ভাগ করে নিয়েছিলেন ঋত্বিক নিজে। এ ছাড়া, পরিচালক নিজেই ছবির নামঘোষণার সময় থেকে রিজ়ওয়ানের বিষয়ে সমস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। গুরুত্ব না দেওয়ার কথা তাই নস্যাৎ করেছেন তিনি। জানিয়েছেন, রিজ়ওয়ান যথেষ্ট বুদ্ধিমান। খারাপ লাগলে অভিনেতা সরাসরি তাঁর সঙ্গে কথা বলতেন। সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতেন। ফলে কানাঘুষোকে তিনিই বরং গুরুত্ব দিতে নারাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement