Saif Ali Khan

‘আদিপুরুষ’ দেখে চটে যায় সইফ-পুত্র! রাবণ বেশে বাবাকে দেখে কোন শর্ত দেয় তৈমুর?

‘আদিপুরুষ’-এ রাম ও সীতার চরিত্রে দেখা গিয়েছিল প্রভাস ও কৃতি শ্যাননকে। রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন সইফ আলি খান। এই ছবি তৈমুরকেও দেখিয়েছিলেন সইফ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৮:৫৯
Share:

রাবণ বেশে বাবাকে দেখে কোন শর্ত দেয় তৈমুর? ছবি: সংগৃহীত।

২০২৩ সালে ‘আদিপুরুষ’ ছবি নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। বিভিন্ন দৃশ্য নিয়ে হাসির রোল উঠেছিল নেটপাড়ায়। ‘আদিপুরুষ’-এ রাম ও সীতার চরিত্রে দেখা গিয়েছিল প্রভাস ও কৃতি শ্যাননকে। রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন সইফ আলি খান। এই ছবি তৈমুরকেও দেখিয়েছিলেন সইফ। ‘আদিপুরুষ’ দেখিয়ে পুত্রের কাছে নাকি ক্ষমা চান সইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান অভিনেতা। তার পরেই তাঁর অনুরাগীরা প্রশ্ন তোলেন, “নিজের ছবি দেখিয়ে ক্ষমা চাইলেন কেন সইফ? তিনি কি নিজের ছবি নিয়ে আত্মবিশ্বাসী নন?”

Advertisement

এর পরেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সইফ। অভিনেতা বলেছিলেন, ‘‘আমি তৈমুরকে ‘আদিপুরুষ’ ছবিটা দেখাতে বসাই। কিছু ক্ষণ দেখার পর আমার দিকে এমন ভাবে তাকাল, আমি ক্ষমা চাইতে বাধ্য হলাম। সে বলল, ক্ষমা করে দিয়েছে।’’

‘এত খারাপ ছবি যে, ছেলের কাছেও ক্ষমা চাইতে হয়েছে?’ এমন নানা মন্তব্যের উত্তরে সইফ বিবৃতি দিয়েছেন, “আমি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলাম বলে তৈমুরের কাছে ক্ষমা চেয়েছি। ছবিতে আমি গর্জন করছিলাম এবং অন্যদের মারধর করছিলাম। এই দেখে তৈমুর আমাকে বলে, ‘পরের বার থেকে তুমি নায়কের চরিত্রে অভিনয় করবে’।” নিজের ছবির সমালোচনা করেননি বলে জানান সইফ। তাঁর কথায়, “আমি সব সময় নিজের ছবির পাশে রয়েছি। এই ছবির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।”

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে সইফের ছবি ‘জুয়েল থিফ’। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলওয়াত, কুণাল কপূর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement