টেলিভিশনে ফিরলেন আকাঙ্ক্ষা

টেলিভিশনের পর্দায় অভিনেত্রী আকাঙ্ক্ষা রাওয়াতকে আবার দেখা যাবে শো ‘রাধাকৃষ্ণ’তে

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

আকাঙ্ক্ষা

টেলিভিশনের পর্দায় অভিনেত্রী আকাঙ্ক্ষা রাওয়াতকে আবার দেখা যাবে শো ‘রাধাকৃষ্ণ’তে। গত এক বছরে আকাঙ্ক্ষার জীবনে ঝড় বয়ে গিয়েছে। আকাঙ্ক্ষার স্বামী অভিনেতা পীযূষ সচদেব একটি ধর্ষণের মামলায় জড়িত এবং বর্তমানে পীযূষ ও আকাঙ্ক্ষা আলাদা থাকেন। আকাঙ্ক্ষাকে শোয়ে রাধার মা কীর্তিদার ভূমিকায় দেখা যাবে। আকাঙ্ক্ষা বললেন, ‘‘আমার মা ক্যানসারে ভুগে মারা গিয়েছেন। মায়ের দেখাশোনার জন্য আমি মুম্বই ছেড়ে দিল্লি গিয়েছিলাম। ওই সময়ে আমার কাছে ‘রাধাকৃষ্ণ’ শোয়ের অফার আসে। মা চলে যাওয়ার আগে আমাকে বলে যান এই শো করতে।’’ বিচ্ছেদের প্রসঙ্গে পীযূষ মিডিয়ার সামনে কথা বললেও আকাঙ্ক্ষা বলেননি। এই প্রথম এই বিষয়ে কথা বললেন, ‘‘পীযূষের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলছে। আমার কাছে পুরো বিষয়টা খুব শকিং ছিল! বিয়ের আগে আমরা একে অপরকে এক বছর ডেট করেছিলাম। সেটা বোধহয় পর্যাপ্ত সময় ছিল না ওকে জানার। মা চলে যাওয়ার পরে আমি ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিলাম। কাজ আবার আমাকে জীবনের দিকে ফিরিয়ে আনল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement