Imani Dia Smith

ফের হলিউডে অঘটন! ‘দ্য লায়ন কিং’-খ্যাত অভিনেত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! অভিযুক্ত প্রেমিক

জানা যাচ্ছে, একাধিক বার ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল তাঁকে। ঘটনায় ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:০৯
Share:

ছবি: সংগৃহীত।

হলিউডে ফের অঘটন। নিউ জার্সির বাড়ি থেকে উদ্ধার করা হল ‘দ্য লায়ন কিং’-খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের দেহ। ‘দ্য লায়ন কিং’-এ ‘ইয়াং নালা’র চরিত্রে অভিনয় করতেন তিনি। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ২৫ বছরের অভিনেত্রীকে। হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

জানা যাচ্ছে, একাধিক বার ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল তাঁকে। ঘটনায় ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ইমানি তাঁর বাবা-মা, ভাইবোন ও তিন বছরের এক সন্তানের সঙ্গে থাকতেন। একটি ওয়েবসাইটে ইমানির শেষকৃত্যের জন্য তহবিল সংগ্রহ করার একটি পোস্ট করেছেন অভিনেত্রীর কাকিমা। ভবিষ্যতে ইমানির পরিবার, সন্তান ও পোষ্য সারমেয়র দেখাশোনার জন্য অর্থ সংগ্রহের কথাও বলেছেন তিনি।

Advertisement

ইমানির কাকিমা সেই ওয়েবসাইটের বিবৃতিতে লিখেছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ভাইঝি ইমানি দিয়া স্মিথের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় ওকে ওর প্রেমিক গত ২১ ডিসেম্বর হত্যা করেছে। ইমানির মাত্র ২৫ বছর বয়স হয়েছিল। ও ওর তিন বছরের পুত্রসন্তান, বাবা মা ও দুই ভাইবোনকে রেখে গেল। ওরা প্রত্যেকে, ওর বন্ধুবান্ধব শোকাচ্ছন্ন।”

ইমানির কাকিমা আরও লেখেন, “ও খুবই উজ্জ্বল ও প্রতিভাবান একজন মানুষ ছিল। ডিজ়নির ‘দ্য লায়ন কিং’-এ ইয়াং নালা-র চরিত্রে অভিনয় করে ও পরিচিতি পেয়েছিল। সারা বিশ্ব ওর ঔজ্জ্বল্য দেখেছিল।” ইমানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement