Ranveer Singh

‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে রণবীর কি সত্যিই ‘ডন ৩’ থেকে সরে গেলেন? প্রকাশ্যে এল অন্য এক ঘটনা

অনেকেই বলতে থাকেন, সাফল্যে মাথা ঘুরে গিয়েছে রণবীর সিংহের। তাই এই সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু সত্যিটা কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪২
Share:

‘ডন ৩’ থেকে সত্যিই সরে যাচ্ছেন রণবীর? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনয়ের জয়জয়কার। এর মধ্যেই খবর ছড়ায় ‘ডন ৩’ থেকে নাকি সরে আসছেন অভিনেতা। অনেকেই বলতে থাকেন, সাফল্যে মাথা ঘুরে গিয়েছে রণবীর সিংহের। তাই এই সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু সত্যিটা কী?

Advertisement

‘ডন ৩‌’ ছবির নির্মাতাদের এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই খবর মোটেই সত্য নয়। তিনি বলেছেন, “রণবীর এই ছবি থেকে বেরিয়ে এসেছে, এই খবর মোটেই সত্যি নয়। বরং এই প্রসঙ্গে পুরো ভিন্ন একটি গল্প রয়েছে। রণবীরের পরপর তিনটি ছবি অসফল হওয়ার পরে ওঁকে রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার ‘ডন ৩’-এর প্রস্তাব দিয়েছিলেন। রণবীরের ছবি আর কেউ দেখছেন না, এমন খবর ছড়িয়ে যাওয়ার পরে সঞ্জয় লীলা ভন্সালীও ‘বৈজু বাওরা’ নিয়ে ওঁর সঙ্গে আর কথা এগোননি। কিন্তু তখনও রীতেশ ও ফারহান পাশে ছিলেন রণবীরের।”

রণবীরের উপর ফারহান আখতারের পূর্ণ আস্থা রয়েছে। অন্যরা সরে গেলেও ‘ধুরন্ধর’ অভিনেতার পাশে ছিলেন তিনি। তাই রণবীর ‘ডন ৩’ থেকে সরে গিয়েছেন, এই খবর ভুল। জানিয়েছেন সেই সূত্র। তাঁর বক্তব্য, বর্তমানে কেবল ‘ধুরন্ধর’ ছবির সাফল্য উপভোগ করছেন রণবীর।

Advertisement

তবে সম্প্রতি খবর ছড়ায় পরপর এক ধরনের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে চাইছেন না রণবীর। তাই নাকি ‘ডন ৩’ থেকে তিনি সরে এসেছেন। বিশেষ করে ‘ধুরন্ধর’ সফল হওয়ার জন্যই এই সিদ্ধান্ত তাঁর। এমন খবরও ছড়িয়েছিল, এই মুহূর্তে তিনি সঞ্জয় লীলা ভন্সালী, অ্যাটলি ও লোকেশ কনাগরাজের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চাইছেন ‘ডন ৩’-এর বদলে। তবে এই প্রসঙ্গে এখনও ‘ডন ৩’-এর নির্মাতা বা রণবীরের পক্ষ থেকে কোনও বিবৃতিই প্রকাশিত হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement