Nidhhi Agerwal Mobbed

‘পোশাকটাই খুলে গেলে কী হত’? হেনস্থা হওয়া নিয়ে নিধিকেই দোষারোপ! শিবাজীকে পাল্টা দিলেন নায়িকা

শিবাজী সমস্ত দোষ দিয়েছিলেন নিধির পোশাককে। পোশাকই নাকি এই ধরনের পরিস্থিতিকে উস্কানি দিয়ে থাকে। এই বার তেলুগু অভিনেতাকে পাল্টা দিলেন নিধি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:১০
Share:

শিবাজীকে পাল্টা জবাব দিলেন নিধি। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই ভিড়ের মাঝে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন নিধি আগরওয়াল। সম্প্রতি এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময়ে ভক্তদের দল তাঁকে ঘিরে ধরেছিল। এমনকি তাঁর পোশাক ধরে পর্যন্ত টানা হয়। তারকার প্রতি মুগ্ধতা থেকে তৈরি উত্তেজনা, না কি হেনস্থা? এই ঘটনা নিয়ে এমন নানা প্রশ্ন ওঠে। অধিকাংশ মানুষই ঘটনার নিন্দা করেছেন। কিন্তু তেলুগু অভিনেতা শিবাজী অভিনেত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন।

Advertisement

শিবাজী সমস্ত দোষ দিয়েছিলেন নিধির পোশাককে। পোশাকই নাকি এই ধরনের পরিস্থিতিকে উস্কানি দিয়ে থাকে। এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছেন শিবাজী। এই বার তেলুগু অভিনেতাকে পাল্টা দিলেন নিধি।

গত ১৭ ডিসেম্বরে হায়দরাবাদে নিজের আসন্ন ছবি ‘রাজা সাব’-এর গানমুক্তির অনুষ্ঠানে গিয়েছিলেন নিধি। সেখানেই অস্বস্তিতে পড়েছিলেন তিনি। অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময়ে হেনস্থার মুখে পড়েন। তাঁর ওড়না ধরেও টানা হয়েছিল। এত দিন এই বিষয়ে নীরব ছিলেন তিনি। অবশেষে এই ঘটনায় নিধি বলেন, “যাঁকে হেনস্থা করা হল, তাঁকেই দোষারোপ করাকে ‘ম্যানিপুলেশন’ বলা হয়।” সেই দিনের অনুষ্ঠান থেকে নিজের একটি ছবিও জুড়ে দেন তিনি। তবে শিবাজীকে সরাসরি তিনি কিছু বলেননি।

Advertisement

সাংবাদিক বৈঠক ডেকে ফের নিজের মন্তব্য নিয়ে কথা বলেন শিবাজী। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, “পুরুষদের নিন্দা না করে কেন মহিলাদের পোশাক নিয়ে আপনি মন্তব্য করছেন?” উত্তরে শিবাজী বলেন, “কে আমার কথা শুনবে?” তবে অভিনেতার দাবি, তিনি নিধিকে কোনও ভাবেই দোষ দিতে চাননি।

সম্প্রতি সমান্থা রুথ প্রভুকেও একই ঘটনার মুখোমুখি হতে হয়। সেই দিন সমান্থা পরেছিলেন একটি শাড়ি। শিবাজী সাংবাদিক বৈঠকে বলেন, “সমান্থার কিছু সুবিধা ছিল। সৌভাগ্যবশত, ও শাড়ি পরেছিল। নতুন প্রজন্ম এই সব জানে না। তবে এরা সত্যিই তারকাদের স্পর্শ করতে চায়। এমনকি, শ্রীদেবীকেও একসময়ে ছেঁকে ধরা হয়েছিল। আমি সমান্থা বা নিধিকে দোষ দিচ্ছি না। শুধু বলছি পোশাক নিয়ে সাবধান হতে। নিধির পোশাকটাই যদি খুলে যেত, তা হলে কী হত? কেউ কিন্তু সেই ভিডিয়ো লুকিয়ে রাখত না।” তবে শেষ পর্যন্ত নিজের মন্তব্য থেকে নড়েননি শিবাজী। তাঁর মতে মহিলাদের পোশাকই এই ধরনের ঘটনার জন্য দায়ী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement