Deepika Padukone

‘আট ঘণ্টা হলেই সেট থেকে বেরিয়ে যান অক্ষয়’, দীপিকার বিতর্কে এ বার বিস্ফোরক দাবি ‘খিলাড়ি’কে নিয়ে

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দীপিকার অনুরাগীরা সরব হয়েছেন। অনেকেই বুঝতে পারছেন, দীপিকা ভুল কিছু দাবি করেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:০৮
Share:

দীপিকা শুধু নয়, একই দাবি অক্ষয়েরও। ছবি: সংগৃহীত।

আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এই শর্ত দিয়ে বিপাকে দীপিকা পাড়ুকোন। বেশ কিছু দিন ধরে চলা এই বিতর্কে কয়েক দিন আগে মুখ খুলেছেন নায়িকা। দাবি করেছেন, বছরের পর বছর ধরে পুরুষ তারকারা এই একই শর্তে কাজ করে চলেছেন। কিন্তু তখনও কোনও বিতর্ক তৈরি হয়নি। এই পুরুষ তারকাদের মধ্যে উঠে এ বার এল অক্ষয় কুমারের নাম।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে একটি ভিডিয়ো। কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ। সেখানেই অভিষেক ফাঁস করেন, অক্ষয় নাকি আট ঘণ্টার বেশি এক মিনিটও কাজ করেন না। মজা করতে করতেই অভিষেক বলেছিলেন, “আমাদের মধ্যে সবচেয়ে উত্তেজিত থাকেন অক্ষয়। আট ঘণ্টার বেশি কাজ করেন না। সকাল সাতটায় সেটে আসতেই ঘড়ির কাঁটা চালু হয়ে যায়। আট ঘণ্টা পূর্ণ হতেই তিনি প্রসাধনী তুলে ফেলে সেট থেকে বেরোনোর জন্য প্রস্তুত হয়ে যান।”

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দীপিকার অনুরাগীরা সরব হয়েছেন। অনেকেই বুঝতে পারছেন, দীপিকা তাহলে আট ঘণ্টা কাজের দাবি তুলে ভুল কিছু করেননি। অভিষেক সেই ভিডিয়োয় জানিয়েছেন, কোনও শট চলতে থাকলেও, আট ঘণ্টা পূর্ণ হতেই আর অপেক্ষা করেন না অক্ষয়।

Advertisement

সন্তান জন্মের পরে দীপিকা শর্ত রেখেছেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্তের জন্য তাঁকে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়তে হয়েছে। এর পরে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও তিনি বাদ পড়েছেন। এই বিতর্ক প্রসঙ্গে দিন কয়েক আগে দীপিকা বলেছেন, ‘‘আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি, যাঁরা আট ঘণ্টা কাজ করেন। এমনকি সপ্তাহশেষে কেউ কেউ কাজই করেন না। সেই সময় কেউ আপত্তি তোলেন না। একজন মহিলা দাবি করলেই এই প্রশ্নগুলো ওঠে।’’ দীপিকার এই কথার মধ্যে কোনও ভুল নেই, অক্ষয়ের ভিডিয়োটি সামনে এনে দাবি করছেন তাঁর অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement