Vikram Bhatt

বিপদে বিক্রম ভট্ট! তাঁর ব্যক্তিগত ফোন ও তথ্য বিক্রি করে কত টাকা হাতিয়ে নিলেন অভিযুক্তেরা?

দুই অভিযুক্তের নাম জিতেন্দ্র শর্মা ও রাকেশ পানিগ্রাহী। অভিযোগ, তাঁরা বিক্রমের অফিস থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন ও হার্ড ডিস্ক চুরি করে নিয়ে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৮:২১
Share:

বিক্রম ভট্ট বিপদে। ছবি: সংগৃহীত।

বিপাকে বিক্রম ভট্ট। পরিচালকের অফিস থেকে মোবাইল ফোন ও হার্ড ডিস্ক চুরি করেছেন তাঁরই কর্মীরা। এই অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে ভারসোভা থানার পুলিশ।

Advertisement

দুই অভিযুক্তের নাম জিতেন্দ্র শর্মা ও রাকেশ পানিগ্রাহী। অভিযোগ, তাঁরা বিক্রমের অফিস থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন ও হার্ড ডিস্ক চুরি করে নিয়ে গিয়েছেন। বিক্রম ভট্ট ও তাঁর প্রযোজনা সংস্থার ম্যানেজার নাসির খান ভারসোভা থানায় এই অভিযোগ দায়ের করেন। বিক্রমের এই অফিস মুম্বইয়ের আন্ধেরিতে।

বিক্রম ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভট্ট লক্ষ করেন, চলতি বছরের মার্চ থেকে তাঁদের অফিস থেকে হার্ড ডিস্ক হারিয়ে যাচ্ছে। ওই ডিস্কগুলিতে বিক্রমের ছবির শুটিং-এর ফুটেজ রাখা ছিল। সেই ফুটেজগুলি বিকৃত করে ব্যবহার করা হয়েছে বলেও পরিচালকের অভিযোগ। অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীর উপর সন্দেহ হয় তাঁর। তখন নাসির খানকে নজর রাখতে বলেন রাকেশের উপরে। নাসিরই লক্ষ করেন, পানিগ্রাহী ও জিতেন্দ্রই হার্ড ডিস্কগুলি সরিয়ে নিচ্ছেন। গত দু’মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যার জেরে বিক্রম ও নাসির নিশ্চিত হন, এই কাজ করছেন জিতেন্দ্র ও রাকেশ।

Advertisement

গত ১৩ সেপ্টেম্বর জিতেন্দ্রকে ওই হার্ড ডিস্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন রাকেশ পানিগ্রাহীর নির্দেশে তিনি ওই ডিস্কগুলি বিক্রি করে দিয়েছেন। এক একটি সিডি বিক্রি করে ৫-৬ হাজার টাকা করে পেয়েছেন তাঁরা। এমন প্রায় ১০টি হার্ড ডিস্ক বিক্রি হয়েছে। একটা সময়ের পরে দুই অভিযুক্ত নিজেদের ফোন সুইচ্ড অফ করে দেন। এর পরেই পুলিশের দ্বারস্থ হন বলিউড পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement