Akshay Kumar

অক্ষয়ের পা জড়িয়ে যুবতীর কাতর আর্জি, আদৌ কি সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা?

ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন অভিনেতা অক্ষয় কুমার, এমন সময় তাঁর পা জড়িয়ে ধরলেন এক যুবতী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৪৩
Share:

অক্ষয় কুমারের কাছে কাতর আর্জি যুবতীর। ছবি: সংগৃহীত।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার। চলছে বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন। সকাল থেকে ভোট দিতে যাচ্ছেন তারকা থেকে সাধারণ মানুষ। সকাল সকাল নিজের বাড়ির কাছের ভোটগ্রহণ কেন্দ্রে সস্ত্রীক ভোট দিতে যান অক্ষয় কুমার। সেখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা। ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন অভিনেতা, এমন সময় তাঁর পা জড়িয়ে ধরলেন এক যুবতী।

Advertisement

সকাল থেকেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ঘুরছে। অক্ষয় কুমার যখন ভোট দিয়ে বেরিয়ে আসছেন, সেই সময়ে এক যুবতী এসে তাঁর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। যুবতীর কথায়, তাঁর বাবা ঋণে ডুবে গিয়েছেন, তিনি অভিনেতার একনিষ্ঠ অনুরাগী। তাঁরা আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় অভিনেতার কাছে সাহায্যের আবেদন করেন তিনি।

অনুরাগী যুবতীর আবেদন নাকচ করেননি অক্ষয়। সহযোগীকে দেখিয়ে তাঁর কাছে নিজের ফোন নম্বর দিয়ে যাওয়ার অনুরোধ করেছেন অক্ষয়। ফলে আশা করা যায়, হয়তো যুবতীর কাতর আর্তিতে সাড়া দিলেও দিতে পারেন অভিনেতা। এমনিতেই বলিউডের অন্দরে ‘কৃপণ’ বলে দুর্নাম রয়েছে অক্ষয়ের। শোনা যায়, ছবি অসফল হলেও নিজের টাকার হিসাব ভাল করে বুঝে নেন। এ হেন অক্ষয় আদৌ নিজের অনুরাগীকে সাহায্য করেন কি না, সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement