ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় হেমা মালিনী। ছবি: সংগৃহীত।
দেশের বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) এবং ধনীতম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে ভোট দিতে যাচ্ছেন তারকা থেকে সাধারণ মানুষ। সকাল সকাল নিজের বাড়ির কাছের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যান হেমা মালিনী। কিন্তু ভোট দিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপির সাংসদ হেমা, কেন?
ভোট দিয়ে বেরোতেই অভিনেত্রীকে ঘিরে ধরে একদল প্রৌ়ঢ়। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ। হেমার কাছে নিজেদের অভিযোগ জানাতে শুরু করেন তাঁরা। যেখানে তারকারা ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের বিড়ম্বনার অন্ত নেই। কেন? প্রশ্ন তাঁদের। আচমকা এমন প্রশ্নের উত্তরে কী বলবেন বুঝতে না পেরে নিজের সহকারীকে এগিয়ে দেন অভিনেত্রী। আশপাশে লোক ঘিরে ধরে তাঁকেও। যদিও পরে অভিনেত্রীর অনুরোধে ও পুলিশি তৎপরতায় ঠান্ডা হয় উত্তপ্ত জনতা।
হলুদ রঙের চুড়িদার পরে এ দিন ভোট দিতে যান অভিনেত্রী। ভোট দিয়ে বেরিয়ে অভিনেত্রী ছবিশিকারিদের উদ্দেশে বলেন, ‘‘আমি কেন হাসছি না, সেই নিয়ে অনুযোগ করবেন না।’’ ক’দিন আগেই স্বামীকে হারিয়েছেন তিনি। গত দেড় মাসে একাধিক বার জানিয়েছেন, ধর্মেন্দ্রকে ছাড়া প্রতিটা দিন অত্যন্ত কষ্টের সঙ্গে কাটছে তাঁর। স্বামীকে প্রতিটা মুহূর্তে মিস্ করছেন। তবে ভোটদান যে প্রত্যেক নাগরিকের কর্তব্য, সেটাও মনে করিয়ে দিলেন অভিনেত্রী।