(বাঁ দিকে) অক্ষয় কুমার, টুইঙ্কল খন্না, (ডান দিকে) ডিম্পল কাপাড়িয়া। ছবি: সংগৃহীত।
বিয়ের ২৫ বছর পার অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্নার। তাঁদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। অক্ষয়ের একাধিক প্রেম এর অন্যতম কারণ। তাই টুইঙ্কলের সঙ্গেও সম্পর্কটা ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছোবে কি না, সেই নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল। মেয়েকে বিয়ে করতে চান অক্ষয়, শোনামাত্রই আগে সহবাসের পরামর্শ দেন মা ডিম্পল কপাড়িয়া। এ ছাড়াও অক্ষয়কে দেন আরও এক সতর্কবাণী।
২০০১ সালে টুইঙ্কলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। বিবাহবার্ষিকী উপলক্ষে একটি পোস্টে অভিনেতা জানান, তাঁর শাশুড়িমা বিয়ের আগেই তাঁকে সাবধান করেছিলেন। কেন? অক্ষয়ের কথায়, ‘‘প্রথম দিন থেকে এই ২৫টা বছর ধরে, প্রতিটা মুহূর্তে যে আমাকে হাসিয়েছে। কখনও আবার ওঁর কারণে উদ্বেগও হয়েছে। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা টিনা। ঠিক ২৫ বছর আগে শাশুড়িমা বলেছিলেন, ‘প্রস্তুত হয়ে যাও। এ বার এমন এমন মুহূর্তে ও হাসবে, যেখানে তুমি অস্বস্তিতে পড়বে।’ আর ঠিক সেটাই হয়েছে।’’’
মজার ছলে, এ ভাবেই একসঙ্গে ২৫ বছর পার করার খুশি সমাজমাধ্যমের পাতায় তুলে ধরলেন অভিনেতা। তিনি টুইঙ্কলের সঙ্গে এতগুলো বছর কাটানোর পরে যে কতটা খুশি, সে কথাই ফুটে উঠল তাঁর লেখায়। টুইঙ্কল নাকি তাঁকে জীবনের কোনও মুহূর্তেই দুঃখ দেননি। টুইঙ্কলের সঙ্গে প্রতিটা দিনই মজার, জানান অক্ষয়।