অক্ষয় কুমার

গাড়ি ছেড়ে মেট্রোয় অক্ষয়, ভক্তদের দিলেন ‘গুড নিউজ’

অক্ষয় যোগ করেন,“আমি চুপচাপ এক কোনায় দাঁড়িয়েছিলাম। আমার মনে হয় কিছু মানুষ আমায় চিনতে পেরেছেন।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৮
Share:

অক্ষয় কুমার

চার চাকায় মুম্বইয়ের ঘাটকোপার থেকে ভারসোভা যেতে সময় লাগত দু’ ঘণ্টারও বেশি। এদিকে হাতে সময়ও নেই একেবারেই। অগত্যা মুম্বই মেট্রোতে চেপে গন্তব্যে পাড়ি দিলেন অক্ষয় কুমার। অবাক হচ্ছেন? ভাবছেন পাপারাৎজির কবল থেকে ছাড় পেলেন কী করে খিলাড়ি কুমার?

Advertisement

অবাক হওয়ার এখনও বাকি রয়েছে। ভিড় মেট্রোতে নিজের সেলফি ভিডিয়ো পোস্ট করে সেই মেট্রো রাইডের জম্পেশ বর্ণনাও দেন অক্ষয়।

ওই ভিডিয়োতে অক্ষয়কে বলতে শোনা গিয়েছে,“ঘাটকোপারে আমাদের ‘গুড নিউজ’ ছবির শুটিং চলছিল। আমার ভারসোভা যাওয়ার কথা ছিল। আমার ফোনের ম্যাপ বলছিল যেতে দুই ঘণ্টারও বেশি সময় লাগবে। ছবির পরিচালক রাজই আমাদের মেট্রো নিতে বলেন।”

Advertisement

‪My ride for today, the Mumbai metro...travelled #LikeABoss from Ghatkopar to Versova beating peak hours traffic 😎

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

অক্ষয় যোগ করেন,“আমি চুপচাপ এক কোনায় দাঁড়িয়েছিলাম। আমার মনে হয় কিছু মানুষ আমায় চিনতে পেরেছেন।” এই বলে সেলফি ক্যামেরা ফ্লিপ করে ভিড়ে ঠাসা মেট্রোর ঝলকও দেখিয়েছেন তিনি। পাশাপাশি প্রত্যেককে মেট্রো চড়ার পরামর্শ দেন তিনি। মুম্বইয়ের যানজট এড়াতে কম সময়ে গন্তব্যে যেতে মেট্রোর যে বিকল্প নেই তাই মনে করিয়ে দেন অক্ষয়। তাঁর এই স্টারডম পরিপন্থী আচরণে উচ্ছ্বসিত ফ্যানেরাও।

আরও পড়ুন-‘চুম্বনের দৃশ্যের রিহার্সাল’ দিতে বলেন পরিচালক! বিস্ফোরক জারিন খান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন