Akshay Kumar

বিশেষ গানে অক্ষয়

এর আগে ‘ভুলভুলাইয়া’ ছবিতেও একটি স্পেশ্যাল ডান্স নাম্বার করেছিলেন অক্ষয়।

Advertisement
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ০০:০৩
Share:

অক্ষয় ও কর্ণ

ডিম্পল কাপাডিয়ার বোনপো কর্ণ কাপাডিয়ার ডেবিউ ছবি ‘ব্ল্যাঙ্ক’-এর জন্য একটি বিশেষ গানের শুট করলেন অক্ষয়কুমার। ছবিটি পরিচালনা করছেন বেহজ়াদ খাম্বাতা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল। চেনা অবতার ছেড়ে ছকভাঙা কিছু করতে অক্ষয়ের জুড়ি মেলা ভার।

Advertisement

এর আগে ‘ভুলভুলাইয়া’ ছবিতেও একটি স্পেশ্যাল ডান্স নাম্বার করেছিলেন অক্ষয়। এই ছবির গানটিও নাচের। টুইটারে অক্ষয় লিখেছেন, ‘‘লম্বা-রোগা ছেলেটাকে চোখের সামনে বড় হয়ে যেতে দেখলাম। ওর প্রথম ছবির জন্য অনেক শুভেচ্ছা।’’

অক্ষয় আরও বলেছেন, ‘‘ছোটবেলা থেকেই ওর মধ্যে অভিনয়ের খিদে ছিল। ওর একটি শর্ট ফিল্ম কান-এ প্রশংসিত হয়েছে। ডেবিউ ছবি হিসেবে ও একটু অন্য ধারার ছবি বেছে নিয়েছে। আমি ওর জন্য গর্বিত।’’ ছবিতে এক আত্মঘাতী জঙ্গির চরিত্রে কর্ণ। মুক্তি পাবে মে মাসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement