Sonakshi Sinha-Zaheer Iqbal

জ়াহিরকে বিয়ে করার পর থেকে সমালোচনা, লোকের মুখ বন্ধ করতে কী করলেন সোনাক্ষী?

বিয়ের পর থেকে সমালোচিত জ়াহির ও সোনাক্ষী। তাঁদের বিয়েকে ‘লভ জিহাদ’-এর তকমা দেওয়া হয়। অতিষ্ঠ হয়ে সোনাক্ষী কোন পদক্ষেপ করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৩১
Share:

(বাঁ দিকে) সোনাক্ষী সিন্‌হা, (ডান দিকে) জ়াহির ইকবাল। ছবি: সংগৃহীত।

ভিন্‌ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক নাকি সোনাক্ষী সিন্‌হার পরিবার প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির ইকবালের কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। কিন্তু, সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হন তাঁরা। তাঁদের বিয়েকে ‘লভ জিহাদ’ বলেও দেগে দেওয়া হয়। অতিষ্ঠ হয়ে সোনাক্ষী করেন কোন পদক্ষেপ?

Advertisement

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এসে তাঁর বিয়ে নিয়ে যে নিরন্তর সমালোচনা হচ্ছে সেই প্রসঙ্গে সোজাসুজি মুখ খোলেন সোনাক্ষী। তিনি বলেন, ‘‘যাঁরা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাঁদের আমি ব্যক্তিগত ভাবে চিনি না, জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিনধর্মে বিয়ে করেছে। একজন পরিণত নারী তাঁর জীবনের সিদ্ধান্ত নিয়েছে। এতে অসুবিধে কিসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি, যে বিয়ের পরে সমাজমাধ্যমের পাতায় মন্তব্য বিভাগটা বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা ‘হ্যান্ডল’কে আমি ব্লক করতেও বাধ্য হই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement