Akshay Kumar

লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে অঘটন! দেশের জন্য এ বার বড় পদক্ষেপ করে চমকে দিলেন অক্ষয় কুমার

দেশাত্মবোধক ছবি বলতেই এখন তাঁর নাম উঠে আসে। এ বার বাস্তবেই দেশের জন্য বড় পদক্ষেপ করলেন অক্ষয় কুমার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২০:২৭
Share:

অক্ষয় কুমারের বড় পদক্ষেপ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউডে তৈরি হয়েছে তাঁর দেশপ্রেমিক ভাবমূর্তি। দেশাত্মবোধক ছবি বলতেই এখন তাঁর নাম উঠে আসে। এ বার বাস্তবেই দেশের জন্য বড় পদক্ষেপ করলেন অক্ষয় কুমার। সম্প্রতি একটি ছবির লড়াইয়ের দৃশ্যের শুটিং-এ মৃত্যু হয়েছে স্টান্টম্যান রাজুর। আর্য অভিনীত একটি তামিল ছবির শুটিং করছিলেন তিনি। এই ঘটনার পরেই চলচ্চিত্র জগতের স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এই সমস্যা সমাধানে এগিয়ে এলেন অক্ষয়।

Advertisement

সারা ভারতে ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের নিরাপত্তার দায়িত্ব নিলেন তিনি। ‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’-এর মতো ছবিতে স্টান্ট সংক্রান্ত কাজ করেছেন বিক্রম দহিয়া। সেই বিক্রমই জানিয়েছেন অক্ষয়ের উদ্যোগের কথা। তিনি বলেছেন, “অক্ষয় স্যরকে ধন্যবাদ। প্রায় ৬৫০-৭০০ স্টান্টম্যান্ট এবং লড়াইয়ের দৃশ্যে যাঁদের ব্যবহার করা হয়, তাঁরা এখন অনেকটাই সুরক্ষিত। প্রত্যেকের জন্যই স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনা জনিত বিমা করা হয়েছে। কোনও স্টান্টম্যান যদি আহত হন ছবির সেটে অথবা সেটের বাইরে, তা হলে তাঁরা পাঁচ থেকে সাড়ে পাঁচলক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন।”

ছবিতে বিভিন্ন লড়াইয়ের বা স্টান্ট-এর কঠিন দৃশ্যের জন্য এই অভিনেতাদের নিযুক্ত করা হয়। এই দৃশ্যগুলিতে প্রাণের ঝুঁকিও থাকে। কিন্তু সেই তুলনায় তাঁরা সঠিক পরিষেবা পান না, এমন অভিযোগ উঠেছে বার বার।তাই তাঁরা আহত হলে যাতে চিকিৎসা পরিষেবা পান বা মৃত্যু হলে যাতে তাঁদের পরিবার ক্ষতিপূরণ পায়, সেই ব্যবস্থা করলেন অক্ষয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement