টুইঙ্কলের জন্য অটো চালক হলেন অক্ষয়!

চালকের আসনে অক্ষয় আর যাত্রীর আসনে টুইঙ্কল— এই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টুইঙ্কল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ১৩:০৯
Share:

বিবির জন্য এক দিন অটো ড্রাইভারই হয়ে গেলেন মিঞা অক্ষয়। ছবি: সংগৃহীত।

রবিবার মানেই যেন অন্য মেজাজ প্রায় সব মানুষের মধ্যেই। রবিবারটা আর বাকি দিনগুলোর রোজনামচার বাইরে গিয়ে একটু আউটিং বা একটু বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়— বিবিরা তাঁদের মিঞাদের কাছে এসবেরই দাবি জানিয়ে থাকেন। তারকাদের ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা তাই।

Advertisement

যেমনটা হল টুইঙ্কল খন্নার সঙ্গে। তাঁর মিঞা অর্থাৎ অক্ষয় তো আবার বিবি-কে সারপ্রাইজ দিতে অটো নিয়েই হাজির রবিবার সক্কাল সক্কাল।

চালকের আসনে অক্ষয় আর যাত্রীর আসনে টুইঙ্কল— এই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টুইঙ্কল। আর ছবি শেয়ার করে টুইঙ্কল লিখছেন, “পারফেক্ট রবিবার! ভোর চারটে থেকে লাগাতার আড়াই ঘন্টা লেখালেখি, তারপরেই আমার পোষ্য কুকুরের সঙ্গে হাঁটতে বেরনো, আর তারপরেই আমার কিউট অটো ড্রাইভারের সঙ্গে একটু খুনসুটি। আর এই সব কিছুই সকাল ৯টার আগে।”

Advertisement


এই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টুইঙ্কল। ছবি: ইনস্টাগ্রাম

আরও পড়ুন: ২০১৭ সালে বি-টাউনে ঝড় তুলেছিল অন্য স্বাদের এই ছবিগুলি

হ্যাঁ এইভাবেই রবিবার সকালটা কাটিয়েছেন টুইঙ্কল খন্না। কখনও লেখায় মগ্ন ছিলেন কখনও আবার প্রিয় কুকুরের সঙ্গে। তবে মিঞার সঙ্গে কাটানো সময়টা যে এক্কেবারেই স্পেশাল ছিল সেই ইঙ্গিতও মিলছে তাঁর পোস্টে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement