Akshaye Khanna

‘ধুরন্ধর’-এ অক্ষয়ের নাচ নিয়ে আলোচনা, ফিরল ১৯৮৯-এ লাহৌরের অনুষ্ঠানের স্মৃতি! কী ঘটেছিল?

কিছুটা হেঁটে এলেন। তার পরেই পায়ের তালের সঙ্গে কাঁধের ঝাঁকুনি মিলমিশ খেতেই কেল্লাফতে! অক্ষয়ের এই নাচের সঙ্গে রয়েছে পাকিস্তানের যোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪
Share:

অক্ষয় খন্না। ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবি নিয়ে ভারত ও পাকিস্তান, দুই দেশেই আলোচনা তুঙ্গে। মুখ্য চরিত্রে রণবীর সিংহ। যদিও বেশি আলো কেড়েছেন অক্ষয় খন্না। ছবিতে রহমান ডাকাত চরিত্রটির জন্য প্রশংসিত অভিনেতা। তার চেয়েও বেশি প্রশংসিত এই ছবিতে তাঁর ‘এফএ৯এলএ’ নাচ। গানের তালে খানিক হেঁটে এলেন অক্ষয়, তার পরেই পায়ের সঙ্গে কাঁধের ঝাঁকুনি মিলমিশ খেতেই কেল্লাফতে! অক্ষয়ের এই নাচ নাকি আসলে বাবা বিনোদ খন্নার নাচের অনুকরণ।

Advertisement

সম্প্রতি আরও একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, গানের ছন্দে পা মেলাচ্ছেন বিনোদ। ১৯৮৯ সালে লাহৌরের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রেখা ও বিনোদ। সেই একই মঞ্চে তাঁদের সঙ্গে দেখা যায় জাভেদ মিঁয়াদাদ ও ইমরান খানকেও। মিঁয়াদাদও কোমর দোলান বিনোদ-রেখার সঙ্গে। নাচতে অনুরোধ করেন ইমরানকেও। বিনোদের সেই নাচের সঙ্গে অক্ষয়ের ‘এফএ৯এলএ’ গানে নাচের, বিশেষ করে তাঁর হাতের ভঙ্গিমার হুবহু মিল পেয়েছেন নেটাগরিকেরা। প্রশ্ন উঠছে, তাহলে কি সচেতন ভাবেই বাবার নাচের ধরন অনুসরণ করেছেন অক্ষয়?

যদিও প্রথমে এই গানে কোনও নাচের দৃশ্য ছিল না অক্ষয়ের। শুধু ছিল নেপথ্যশিল্পীদের নাচ। নৃত্যপ্রশিক্ষক বিজয় গঙ্গোপাধ্যায় ও পরিচালক আদিত্য ধরকে নিজে থেকেই অক্ষয় গিয়ে জিজ্ঞেস করেন, ‘‘আমি কি এই দৃশ্যে নাচ করতে পারি?’’ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান পরিচালক। কোনও পূর্বপ্রস্তুতি ছাড়াই এমন নাচেন অক্ষয়, তাতেই মন জয় করেন দর্শকের। লাদাখে শুটিং হওয়ার জন্য নিঃশ্বাসে সমস্যা হচ্ছিল অভিনেতাদের। বিজয় বলেন, ‘‘অক্ষয় একটু করে নাচ করেই মুখে অক্সিজেন মাস্ক পরে নিচ্ছিলেন। যদিও শুটিং নির্বিঘ্নেই হয়েছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement