Ali Abbas Zafar

দেশের সীমান্তে আটকে যায়নি প্রেম, ফুটফুটে কন্যার বাবা হলেন আলি আব্বাস জাফর

ছবিতে স্ফীতোদরে হাত রেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে অ্যালিসিয়া। নতুন অতিথির বার্তা-সহ আলির পোস্ট করা সেই ছবির নীচে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউড তারকারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪২
Share:

প্রথম বার সন্তানলাভের সুখবর ভাগ করে নিলেন পরিচালক আলির আব্বাস জাফর।

প্রথম বার বাবা হলেন পরিচালক আলি আব্বাস জাফর। স্ত্রী অ্যালিসিয়ার ছবি দিয়ে সুখবর ভাগ করে নিলেন নেটমাধ্যমে। জানালেন, শনিবার তাঁদের ঘর আলো করেছে কন্যাসন্তান।

Advertisement

ছবিতে স্ফীতোদরে হাত রেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে অ্যালিসিয়া। সন্তানলাভের বার্তা-সহ আলির পোস্ট করা সেই ছবির নীচে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউড তারকারা। উচ্ছ্বাসে স্মৃতিকাতর হয়ে পড়েছেন আলি। তাঁর মনে পড়ে যাচ্ছে, প্রেমিকা অ্যালিসিয়ার সঙ্গে ভালবাসার যাত্রাপথ। ভিন্ন দেশের নাগরিকত্ব, সাংস্কৃতিক আত্মপরিচয়— কিছুই বাধা হতে পারেনি যেখানে।

আলি লিখেছেন, ‘আমাদের পরম সৌভাগ্য যে, পরস্পরকে খুঁজে পেয়েছি। ভালবেসে বিয়ে করেছি। দু’বছর পর জীবনের সেরা উপহারটুকু পেলাম, যার জন্য আল্লাহ্‌কে ধন্যবাদ জানাচ্ছি আমরা দু’জনে।’

Advertisement

কন্যার জন্মের সময়ও উল্লেখ করেন ‘সুলতান’-এর পরিচালক। জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটে জন্ম নিয়েছে তাঁদের মেয়ে। নামও ঠিক করে ফেলেছেন তার। আলির কথায়, ‘আমাদের সন্তান আলিজা জেহরা জাফরকে আপনারা সকলে স্বাগত জানাবেন।’

তাঁর পোস্টে হৃদয় এঁকে দিয়েছেন অনুষ্কা শর্মা, ভূমি পেদনেকর। অভিনন্দন জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, সুনীল গ্রোভার, টাইগার শ্রফ থেকে শুরু করে আরও অনেক বলিউড-সুহৃদ।

‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন আলি আব্বাস। সম্প্রতি তাঁর প্রথম ওটিটি ছবি ‘যোগী’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। হাতে রয়েছে আরও একগুচ্ছ ছবি, যার মধ্যে প্রস্তুতি চলছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement