আবার নাটকে আলি ফাজাল

‘ফুকরে’-ছবির সিক্যুয়েল শেষ করে আবার মঞ্চে ফিরছেন আলি ফাজাল । নাটক দিয়েই যাঁর জীবন শুরু। তাঁর প্রথম ছবি ‘থ্রি ইডিয়ট্স’। ছবির পরিচালক রাজকুমার হিরানি তাঁর ম়ঞ্চ অভিনয় দেখেই তাঁকে ছবির জন্য ডেকেছিলেন।

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০০:০০
Share:

‘ফুকরে’-ছবির সিক্যুয়েল শেষ করে আবার মঞ্চে ফিরছেন আলি ফাজাল । নাটক দিয়েই যাঁর জীবন শুরু। তাঁর প্রথম ছবি ‘থ্রি ইডিয়ট্স’। ছবির পরিচালক রাজকুমার হিরানি তাঁর ম়ঞ্চ অভিনয় দেখেই তাঁকে ছবির জন্য ডেকেছিলেন। ইরানিয়ান নাট্যকার নাসিম সোলেমানপুরের ‘হোয়াইট র‌্যাবিট রেড র‌্যাবিট’ নাটকে এবার তিনি অভিনয় করবেন। ‘‘গোয়ার সব সুন্দরী, সিনেমা, ব্ল্যাক কফি আর থিয়েটারই আমার প্রাণ,’’ চেন্নাই থেকে জানালেন ফাজাল ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement