Alia Bhatt

রণবীরের কাছাকাছি থাকতে জুহুতে নতুন ফ্ল্যাট আলিয়ার, দাম শুনলে চোখ উঠবে কপালে

একের পর ছবি হিট তাঁর। সিনেমা বোদ্ধারাও জানাচ্ছেন আলিয়ার উপর বাজি রাখা যথেষ্টই নিরাপদ এখন। রণবীর কপূরের সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে জোর জল্পনা এখন টিনসেল টাউনে। কিন্তু সেই সঙ্গেই চর্চা এখন আলিয়ার কেনা অ্যাপার্টমেন্ট নিয়েও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৯:২২
Share:

ছবি: পিটিআই

সময়টা ভালই যাচ্ছে আলিয়া ভট্টের। একের পর ছবি হিট তাঁর। সিনেমা বোদ্ধারাও জানাচ্ছেন আলিয়ার উপর বাজি রাখা যথেষ্টই নিরাপদ এখন। রণবীর কপূরের সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে জোর জল্পনা এখন টিনসেল টাউনে। কিন্তু সেই সঙ্গেই চর্চা এখন আলিয়ার কেনা অ্যাপার্টমেন্ট নিয়েও।

Advertisement

শোনা যাচ্ছে মুম্বইয়ের জুহুতে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া। জল্পনা যে, রণবীরের কাছাকাছি থাকতেই এই অ্যাপার্টমেন্ট কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২৩০০ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটি কিনতে প্রায় ১৩ কোটি টাকা খরচ করেছেন আলিয়া। যদিও এই ফ্ল্যাটটির বাজার দর ৭কোটি ৮৬ লক্ষ টাকা, তবু আলিয়া এতটা বেশি দর দেওয়ায় চোখ কপালে উঠেছে অনেকেরই। জানা যাচ্ছে যে অ্যাপার্টমেন্টটি পাওয়া নিশ্চিত করতেই এবং সেটিকে সুরক্ষিত করতেই এতটা বেশি খরচ করেছেন তিনি।

জুহুতে এটি আলিয়ার তৃতীয় ফ্ল্যাট। বর্তমানে যে অ্যাপার্টমেন্টটিতে আলিয়া থাকেন, সেখানে সঙ্গে থাকেন তাঁর বোন শাহীন। প্রখ্যাত ইন্টিরিয়র ডিজাইনার রিচা বহেল আলিয়ার এই অ্যাপার্টমেন্টটির অন্দরসজ্জার দায়িত্বে আছেন।

Advertisement

আরও পড়ুন: পিছনে অমিতাভের পোস্টার! চমকে, লাফিয়ে সরে গেলেন রেখা!

আরও পড়ুন: রাস্তাঘাটে অ্যাকনলেজড হতে চাই, বলছেন ময়ূরপঙ্খীর সৌরদীপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement