বিখ্যাত সেলিব্রিটি চিত্রগ্রাহক ডাব্বু রত্নানি সোমবার প্রকাশ করলেন তাঁর ২০১৯-এর ক্যালেন্ডার। সেই অনুষ্ঠানে বসেছিল তারকাদের হাট। রেখা, বিদ্যা বালন, সানি লিওন, সোনাক্ষি সিন্হা, কৃতি শ্যানন, শ্রদ্ধা কপূর ছাড়াও সিদ্ধার্থ মলহোত্র, টাইগার শ্রফরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তবে ওই অনুষ্ঠানে ছবি তোলার সময় রেখার প্রতিক্রিয়া নজর কেড়েছে সকলের। যে ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রত্নানির এ বারের ক্যালেন্ডারে নেই বলিউডের চিরসুন্দরী রেখা। তবুও এ দিনের অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রে যে তিনি ছিলেন তা প্রমাণ করল ভাইরাল হওয়া ভিডিয়োটি। অনুষ্ঠানে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন রেখা। অনুষ্ঠানে উপস্থিত চিত্রগ্রাহকদের ক্যামেরায় বন্দি হচ্ছিলেন তিনি। হঠাত্ মুখ ঘোরাতেই রেখা দেখলেন তাঁর ঠিক পিছনেই রয়েছে অমিতাভ বচ্চনের পোস্টার। আর তাদেখা মাত্র যেন চমকে গেলেন রেখা। যেন লাফিয়ে উঠে সরে গেলেন সেখান থেকে!
অমিতাভের ছবি থেকে রেখার এ হেন প্রতিক্রিয়া মনে ধরেছে নেটিজেনদের।