Entertainment News

‘স্বজনপোষণ নিয়ে অহেতুক আলোচনা বন্ধ হওয়া উচিত’

বলিউডে কি আদৌ স্বজনপোষণ হয়? কঙ্গনা রানাউতের সাম্প্রতিক মন্তব্যের পর এই আলোচনাতে আপাতত সরগরম বি-টাউন। এ বার সেই আলোচনাতে যোগ দিলেন আলিয়া ভট্ট। তাঁর মনে হয়, অযথা স্বজনপোষণ নিয়ে একটু বেশিই আলোচনা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১১:২৯
Share:

বলিউডে কি আদৌ স্বজনপোষণ হয়? কঙ্গনা রানাউতের সাম্প্রতিক মন্তব্যের পর এই আলোচনাতে আপাতত সরগরম বি-টাউন। এ বার সেই আলোচনাতে যোগ দিলেন আলিয়া ভট্ট। তাঁর মনে হয়, অযথা স্বজনপোষণ নিয়ে একটু বেশিই আলোচনা হচ্ছে। এ বার বোধহয় এই আলোচনা বন্ধ হওয়া উচিত।

Advertisement

আরও পড়ুন, নায়িকার ঘনিষ্ঠ ছবি পর্ন কোম্পানিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ

বলি ফিল্মের ইতিহাসে ভট্ট পরিবারের আলাদা জায়গা রয়েছে। সেই পরিবারের মেয়ে আলিয়া ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন পরিচালক কর্ণ জোহরের হাত ধরে। এর পর একে একে ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’—র মতো ছবিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। অভিজ্ঞতা বেড়েছে, তাই দায়িত্বও অনেকটাই বেড়েছে বলে মনে করেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান বলে অনেক বেছে ছবিও করেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে আদৌ স্বজনপোষণ হয় কি না সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। তাঁর কথায়, ‘‘স্বজনপোষণ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এ বার বোধহয় বন্ধ হওয়া উচিত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন