Ranbir Kapoor

Ranbir Alia Wedding: ‘রণলিয়া’র বিয়ে ঘিরে তুমুল মাতামাতি, অতিষ্ঠ পড়শিদের নালিশ আবাসিক সংগঠনে

শেষ মুহূর্ত পর্যন্ত কপূর পরিবার মুখে কুলুপ এঁটে থাকায় কৌতুহল আকাশ ছুঁয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে রণবীরের বিয়েবাড়ি 'বাস্তু' তাই কার্যত সংবাদমাধ্যমের নজরবন্দি। বিপুল ভিড় উৎসুক অনুরাগীদেরও। আর সব মিলিয়ে ওষ্ঠাগত প্রাণ প্রতিবেশী পালি হিল এলাকার বাসিন্দাদের! 
 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৬:০৬
Share:

'রণলিয়া'র বিয়ের শোরগোলে অতিষ্ঠ প্রতিবেশীরা

সাধে বলে 'কারও পৌষমাস, কারও সর্বনাশ'!

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে চর্চিত জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে ঘিরে এমনিতেই ক'দিন আগে থেকে দেদার শোরগোল বলিউড জুড়ে। বুধবার রাত, অর্থাৎ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কপূর পরিবার মুখে কুলুপ এঁটে থাকায় কৌতুহল আকাশ ছুঁয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে রণবীরের বিয়েবাড়ি 'বাস্তু' তাই কার্যত সংবাদমাধ্যমের নজরবন্দি। বিপুল ভিড় উৎসুক অনুরাগীদেরও। আর সব মিলিয়ে ওষ্ঠাগত প্রাণ প্রতিবেশী পালি হিল এলাকার বাসিন্দাদের! জীবন অতিষ্ঠ হয়ে পড়ায় অগত্যা পালি হিল আবাসিক সংগঠনের লিখিত নালিশ জানিয়েছেন তাঁরা। পুলিশের বড়কর্তাদের দ্বারস্থ হয়েছে সংগঠন।

'বাস্তু' বা তার সামনের রাস্তা ধরে কেউ গেলেই হল! অভিযোগ, ক্যামেরা হাতে প্রায় ঝাঁপিয়ে পড়ছে পাপারাৎজিরা। তারকাদের খোঁজে গাড়ি আটকানো হচ্ছে যখন-তখন। দুর্ঘটনার ভয়ে কাঁটা হয়ে থাকছেন এলাকার মানুষ। তাঁদের দাবি, প্রায় হামলা হচ্ছে গাড়ির উপরে! শুধু বাসিন্দারাই নন, হুড়োহুড়ি করতে গিয়ে বাম্পারে হোঁচট খেয়ে পড়ছেন চিত্রসাংবাদিকরাও।

Advertisement

পরিস্থিতি এমনই জটিল আকার নিয়েছে যে 'বাস্তু' বা তার সামনের রাস্তা ধরে গাড়িতে বা পায়ে হেঁটে পথচলাই দায়। গায়ের উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ছে লোকে!

আবাসিক সংগঠনের সম্পাদক মধু পপলাইয়ের কথায়, "গত তিন-চার দিন ধরে ওই রাস্তা বা আশপাশের গলিতে সর্বক্ষণ অন্তত ২০০ লোকের ভিড়। এমনিতেই ওই রাস্তাগুলো ঢালু। দুর্ঘটনার আশঙ্কা থাকে বরাবরই। এখনকার পরিস্থিতিতে গাড়ি নিয়ে বা পায়ে হেঁটে গেলে ঝুঁকি আরও বাড়ছে। উপায় না দেখে অগত্যা পুলিশে খবর দিয়েছি। পুলিশ আসার পরে বিয়ের অনুষ্ঠানের আয়োজকদেরও ডেকে পাঠিয়েছিলাম।"

তারকাদের ঘিরে টিনসেল নগরীর কৌতূহল এমন চরমে পৌঁছনো নতুন কিছু নয়। আরিয়ান-কাণ্ড বা সেই সময়ে শাহরুখের জন্মদিন ঘিরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল মুম্বইয়ে। আশপাশের বাসিন্দারা তো বটেই, অবস্থা সামাল দিতে তিতিবিরক্ত হয়ে গিয়েছিল পুলিশও!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন