Alia Bhatt

‘রাহাকে কোনও ছেলে প্রস্তাব দিলেই রণবীর মেরে তাড়াবে’, কেন এমন বললেন আলিয়া?

বাবা হওয়ার পরে রণবীর কতটা বদলেছেন, তা নিয়ে আগেও একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন আলিয়া। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্না সঞ্চালিত এক অনুষ্ঠানে ফের বাবা ও মেয়ের রসায়ন নিয়ে কথা বললেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৬:১১
Share:

রাহা-রণবীরকে নিয়ে কী বললেন আলিয়া! ছবি: সংগৃহীত।

কন্যা রাহাকে নাকি চোখের আড়াল করতে চান না রণবীর কপূর। কোনও ছেলে যদি কোনও রকমের প্রস্তাব দিতে আসে তাদের লাথি মেরে তাড়াবেন অভিনেতা। নিজেই জানালেন আলিয়া ভট্ট।

Advertisement

বাবা হওয়ার পরে রণবীর কতটা বদলেছেন, তা নিয়ে আগেও একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন আলিয়া। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্না সঞ্চালিত এক অনুষ্ঠানে ফের বাবা ও মেয়ের রসায়ন নিয়ে কথা বললেন তিনি। রাহা হওয়ার পরে তাঁদের সম্পর্কে কতটা বদল এসেছে, সে কথাও জানালেন আলিয়া।

সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও আসলে তাঁদের মধ্যে খুব ভাল বন্ধুত্ব বলে জানান আলিয়া। প্রথম থেকেই তাঁদের সম্পর্ক এমনই। কখনওই নাটকীয় রোম্যান্সে ভরা নয়। আলিয়া বলেন, “আমি ওকে বিয়ে করেছি, কারণ ও আমার সঙ্গে দারুণ ভাবে মিশতে পারে। আমরা আবার পরস্পরের সঙ্গে খুনসুটি করতেও খুব ভালবাসি। সেটাই খুব স্বাভাবিক দু’জনের মধ্যে।”

Advertisement

এর পরেই রণবীর বাবা হিসাবে কেমন, সেই নিয়ে কথা বলেন আলিয়া। সঙ্গী হিসাবে নাকি খুবই অলস গোছের রণবীর। খুব বেশি উচ্ছ্বাস বা উত্তেজনা নেই তাঁর। কিন্তু বাবা হিসাবে খুবই সতর্ক থাকেন তিনি। আলিয়ার কথায়, “আমাদের বাড়িতে যদি কোনও ছেলে আসে তাহলে রণবীর নির্ঘাত তাকে লাথি মেরে তাড়াবে।”

রণবীর নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার অভিনয়ের সফর বা ছবির থেকেও আমার সন্তান আমার জীবন বেশি বদলে দিয়েছে। সন্তানের জন্যই কিছু সুপরিবর্তন এসেছে জীবনে।” বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান রণবীর। সন্তানের মা-বাবারাই কেবল এই অনুভূতি বুঝবেন, মত অভিনেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement