শুধু এ জন্যই শ্রদ্ধার পার্টিতে গেলেন না আলিয়া?

বি-টাউনে নায়িকাদের মধ্যে তুতু-ম্যায়-ম্যায় সম্পর্কের কথা নতুন কিছু নয়। আলিয়া ভট্ট আর শ্রদ্ধা কপূরের ক্যাটস ফাইটও পেজ-থ্রির পাতায় যথেষ্ট পরিচিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ১৭:৪২
Share:

বি-টাউনে নায়িকাদের মধ্যে তুতু-ম্যায়-ম্যায় সম্পর্কের কথা নতুন কিছু নয়। আলিয়া ভট্ট আর শ্রদ্ধা কপূরের ক্যাটস ফাইটও পেজ-থ্রির পাতায় যথেষ্ট পরিচিত। আর এই ঝগড়ার জন্যই নাকি শ্রদ্ধা কপূরের পার্টিতে গেলেন না আলিয়া।

Advertisement

কিছু দিন আগেই ‘বাগি’-র সাকসেস পার্টিতে বি-টাউনের সহকর্মীদের ডেকেছিলেন শক্তি কপূর-কন্যা। কিন্তু সেই পার্টিতে অনুপস্থিত ছিলেন আলিয়া। আর তাঁর এই অনুপস্থিতি নিয়েই দুয়ে দুয়ে চার করছেন বি-টাউনের একাংশ। তা হলে কি ব্যক্তিগত তিক্ততার কারণেই শ্রদ্ধার ডাকে সাড়া দিলেন না আলিয়া?

নাহ! সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে আলিয়া বলেন, ‘‘শ্রদ্ধার জন্য আমি ওখানে যাইনি কে বলল? আমার শুটিং ছিল বলে আমি ওই পার্টিতে যেতে পারিনি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।’’

Advertisement

আরও পড়ুন: নিউবর্ন বেবির ছবি শেয়ার করলেন রীতেশ-জেনেলিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement