বান্ধবীর বিয়েতে আলিয়া ভট্ট। ছবি আলিয়ার ইনস্টাগ্রামের সৌজন্যে।
ব্যাচেলর থাকার সময় প্রিয় বন্ধু বা বান্ধবীর বিয়েতে আনন্দ করার মজাটাই আলাদা। এই সকল আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করেন না সেলিব্রিটিরাও। কারণ বন্ধু বা বান্ধবীর ওই বিশেষ দিনের কিছু মুহূর্ত স্মরণীয় হয়ে ওঠে জীবনে। বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টও এ ব্যাপারে ব্যাতিক্রম নন। প্রিয় বান্ধবী দেবিকা আডবাণীর প্রাক বিবাহ অনুষ্ঠানে চুটিয়ে আনন্দ করছেন তিনি।
দেবিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে বলিউডের বিভিন্ন গানে অন্যান্য বান্ধবীদের সঙ্গে নাচতে দেখা গেল আলিয়াকে। আর সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল।
অনুষ্কা রেড্ডির ডিজাইন করা ফ্লোরাল পিঙ্ক লেহঙ্গাতে আলিয়া ছিলেন আকর্ষণের কেন্দ্রে। ‘লুকা ছুপ্পি’ ছবির ‘কোকা কোলা’ ও ‘কাল হো না হো’ ছবির ‘মাহি ভে’ গানের তালে আলিয়ার নাচ মন জয় করেছে সকলের।
প্রিয় বান্ধবী দেবিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে আলিয়ার নাচের ভিডিয়ো-
A post shared by Alia Bhatt ✨⭐ (@aliaabhatt_indonesianfc) on
A post shared by Alia Bhatt ✨⭐ (@aliaabhatt_indonesianfc) on
A post shared by The Bridal Affair India® (@bridalaffairind) on
আরও পড়ুন: মণিকর্নিকার শুটিংয়ে কঙ্গনার ঘোড়ায় চড়া দেখলে হাসি থামবে না!
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)