প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বিপদে নেহা সিংহ রাঠৌর। ছবি: সংগৃহীত।
পহেলগাম হামলার ঘটনায় তিনি দায়ী করেছিলেন প্রধানমন্ত্রীকে। কটাক্ষ করে ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর বলেছিলেন, “কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের উপরে ভিত্তি করে দেশ চলছে।” তাঁর বিরুদ্ধে এর পরে মামলা দায়ের হয়।
খবর, শুক্রবার নেহার আগাম জামিনের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাই কোর্ট। প্রসঙ্গত, গায়িকার মন্তব্যের জেরেই লখনউয়ের হজরতগঞ্জ থানায় মামলা দায়ের হয়। একই অভিযোগে উত্তরপ্রদেশের নানা স্থানে একাধিক এফআইআরের মুখোমুখি হন নেহা।
এপ্রিলে পহেলগাম হামলা। তার পরেই গায়িকার মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। পরে নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়েছিলেন গায়িকা। একাধিক সাক্ষাৎকারে পরে জানিয়েছিলেন, পহেলগামে পর্যটকদের হামলা, তাঁদের নিরাপত্তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। গায়িকা জানান, স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে সেই অধিকার তাঁর আছে। তিনি এ-ও জানান, গায়িকা কোনও প্রতিবাদী গান বাঁধেননি। তিনি কিছু প্রশ্ন তুলেছিলেন। এর জেরেই তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড়।