National News

‘স্বীকার-অস্বীকার কিছুই করছি না’, ধর্ষণ অভিযোগে অদ্ভুত প্রতিক্রিয়া অলোক নাথের

অলোক নাথ এদিন বলেন, ‘‘আমি অস্বীকার বা স্বীকার কোনওটাই করছি না। ঘটনা অবশ্যই ঘটেছে, তবে অন্য কেউ সেটা করতে পারে। তবে এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। কারণ কথা বললেই আরও বিতর্ক বাড়বে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৭:৩৭
Share:

ধর্ষণের অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনওটাই করলেন না অলোক নাথ।

প্রযোজক-চিত্রনাট্যকার বিনতা নন্দা ধর্ষণের অভিযোগ এনে ফেসবুকে বোমা ফাটিয়েছেন। কিন্তু ইচ্ছাকৃত ভাবেই নাম করেননি অলোক নাথের। শুধু ‘সংস্কারি’ অভিনেতা বলতেই বলিউড বুঝে গিয়েছে তিনি অলোক নাথ। আর এই সুযোগটাই নিলেন ‘সংস্কারি’ অলোকনাথ। স্বীকার বা অস্বীকার কোনওটাই করলেন না। বল ঠেলে দিতে চাইলেন অন্যের কোর্টে।

Advertisement

অলোক নাথ এদিন বলেন, ‘‘আমি অস্বীকার বা স্বীকার কোনওটাই করছি না। ঘটনা অবশ্যই ঘটেছে, তবে অন্য কেউ সেটা করতে পারে। তবে এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। কারণ কথা বললেই আরও বিতর্ক বাড়বে।’’

এর সঙ্গেই অলোক নাথ যোগ করেছেন, এখন এমনই সময় যে, মহিলারা যা বলছেন শুধুমাত্র তাঁদের কথাই শোনা হচ্ছে। তাই এই অভিযোগ নিয়ে কথা বলা অর্থহীন। বিনতা নন্দাকে ‘ এস সময়ের ভাল বন্ধু’ উল্লেখ করে অলোক নাথের দাবি, তাঁকে নাম যশ তিনিই দিয়েছিলেন।

Advertisement

আরও পড়ুন: ধর্ষণের কাঠগড়ায় এবার ‘সংস্কারি’ অলোক নাথ, ফেসবুকে বিস্ফোরক পোস্ট বিনতা নন্দার

আরও পড়ুন: ছাত্রীকে যৌন হেনস্থা, রণক্ষেত্র ঢাকুরিয়ার বিনোদিনী স্কুল, গ্রেফতার শিক্ষক

ফেসবুক পোস্টে কারও নাম করলেও বিনতা নন্দা পরে অবশ্য সংবাদমাধ্যমে জানান, তিনি অলোক নাথের কথাই বলতে চেয়েছেন। পাশাপাশি ১৯ বছর পর দেরি করে অভিযোগ জানানোর প্রশ্নে বিনতা বলেন, ‘‘আমি মনে করেছি, এখন না হলে আর কখনও বলতে পারব না। তাই শেষমেশ এই সিদ্ধান্ত নিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement