Anu Malik Row

‘এত লোক যখন বলছেন, নিশ্চয়ই অনু মালিক যৌন হেনস্থা করেছেন!’ কাকাকে নিয়ে বললেন অমাল

অমাল প্রথম মুখ খুলেছিলেন নিজের মা-বাবাকে নিয়ে। তাঁদের দেওয়া মানসিক চাপের জন্যই নাকি তিনি অবসন্ন হয়ে পড়েছিলেন। এ বার বললেন কাকাকে নিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৪:৩০
Share:

অনু মালিককে নিয়ে কী বললেন অমাল মালিক? ছবি: ফেসবুক।

অমাল মালিক কেন তাঁর পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে এত কথা বলছেন? তিনি কি সত্যিই প্রতিবাদী? না কি প্রচার পেতে পরিজনদেরও রেহাই দিচ্ছেন না?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়কের দাবি, কাকা অনু মালিকের সঙ্গে তাঁদের কোনও পারিবারিক যোগাযোগ নেই। এ-ও জানিয়েছেন, এত লোক যখন তাঁর কাকার বিরুদ্ধে মুখ খুলেছেন তা হলে নিশ্চয়ই কিছু তো ঘটেছে। তাঁর সাফ বক্তব্য, “একজনের বিরুদ্ধে এত জন যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তা হলে নিশ্চয়ই অনু মালিক যৌন হয়রানির সঙ্গে যুক্ত!”

অমাল প্রথম মুখ খুলেছিলেন নিজের মা-বাবাকে নিয়ে। তাঁদের দেওয়া মানসিক চাপের জন্যেই নাকি তিনি অবসন্ন হয়ে পড়েছিলেন। এ বার বললেন নিজের কাকা অনু মালিককে নিয়ে। তাঁর বক্তব্য নতুন করে চর্চায় এনেছে #মিটু-তে বিদ্ধ অনুকে। কানাঘুষো এ-ও শোনা গিয়েছে, এই প্রথম, পরিবারের কেউ অনুর বিরুদ্ধে আনা অভিযোগে সিলমোহর দিলেন, যা এত দিন সুরকার ভুয়ো বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। স্বাভাবিক ভাবেই শোরগোল পড়েছে তাতে।

Advertisement

অমাল এটুকু বলেই থামেননি। এ-ও বলেছেন, “আমি কাকাকে প্রচণ্ড শ্রদ্ধা করতাম। কিন্তু ওঁর কুকীর্তি জানার পরে সে সব ঘুচেছে। এখন আর কথাও বলি না। ওঁর বাড়ির অনুষ্ঠানে আমায় দেখবেন না। কেবল ভাই আরমানের বিয়েতে কাকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ওঁরা এসেছিলেন। এই পর্যন্ত।” অমাল জানিয়েছেন, কাকা #মিটু-তে বিদ্ধ হতেই তাঁকে নিয়েও ভয় পেয়েছিলেন তাঁর বাবা। জিজ্ঞাসা করেছিলেন, অমালও কি এ রকম কিছু করেছেন? গায়ক তাঁর বাবাকে তখন আশ্বস্ত করেছিলেন এই বলে, “আমি তোমার শিক্ষায় শিক্ষিত। কোনও গানে সুর দেওয়ার বিনিময়ে গায়িকাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের মতো মনোভাব আমার নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement