Entertainment News

‘আমাজন অভিযান’- এর বিদেশ যাত্রা

ইংল্যান্ডে বাংলা ছবির থিয়েটার রিলিজ এই প্রথম। বলিউডি ছবি ছাড়া ভারতের প্রাদেশিক ছবির ক্ষেত্রেও ‘আমাজন অভিযান’ নতুন একটা মাইলস্টোন তৈরি করে দিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১১:৫৪
Share:

‘আমাজন অভিযান’-এর একটি দৃশ্যে দেব।

২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে টলিউডের এখনও পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের ছবি ‘আমাজন অভিযান’। এ বার এই ছবির বিদেশ যাত্রার পালা।

Advertisement

আগামী ১২ জানুয়ারি ইংল্যান্ডে ক্যান্ডিড কমিউনিকেশন রিলিজ করছে এসভিএফ প্রযোজিত কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘আমাজন অভিযান’। মুখ্য ভূমিকায় রয়েছেন দেব। সে দেশে প্রায় ন’টি সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।

ইংল্যান্ডে বাংলা ছবির থিয়েটার রিলিজ এই প্রথম। বলিউডি ছবি ছাড়া ভারতের প্রাদেশিক ছবির ক্ষেত্রেও ‘আমাজন অভিযান’ নতুন একটা মাইলস্টোন তৈরি করে দিল।

Advertisement

আরও পড়ুন, দৃষ্টিসুখের উল্লাস পেতে দেখে ফেলাই যায় ‘আমাজন অভিযান’

ক্যান্ডিড কমিউনিকেশনের নতুন এই উদ্যোগের ফলে বাংলা ছবির বাণিজ্যিক লাভ হবে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। কারণ ইংল্যান্ডে প্রায় ১০ লক্ষ বাংলাভাষী রয়েছেন। ভারতীয়রা ছাড়াও বিশাল সংখ্যক বাংলাদেশীও রয়েছেন। তাঁদের কাছে ভাল বাংলা ছবি পৌঁছে দেওয়া গেলে তা ইন্ডাস্ট্রিরই লাভ বলে মনে করেছেন একটা বড় অংশ।

আরও পড়ুন, আমাজনের শুটিংয়ে ভগবানের দেখা পেয়েছিলেন দেব!

ক্যান্ডিড কমিউনিকেশনের হাত ধরেই ‘আমাজন অভিযান’-এর পর আগামী ২৬ জানুয়ারি ইংল্যান্ডে মুক্তি পাবে অনীক দত্ত পরিচালিত ‘মেঘনাদবধ রহস্য’। আগামী ফেব্রুয়ারি নাগাদ মুক্তি পেতে পারে অতনু ঘোষ পরিচালিত ‘ময়ূরাক্ষী’। এই ছবিটি ভারতে মুক্তি পাবে আগামী ২৯ ডিসেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement