Ambarish Bhattacharya

Ambarish: সরকারি সম্মান মানেই সরকারের তোষামোদ নয়! তবু তো ছোট পর্দা সম্মান পেল: অম্বরীশ

অম্বরীশের মতে, ‘‘শিল্পীরও দায়, সরকারি সম্মান পেয়ে যেন সরকারের তোষামুদে না হয়ে পড়েন। আমি অন্তত সে পর্যায়ে নেই। তাই নিন্দা-প্রশংসা দুই করব পরিস্থিতি বুঝে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১৬:২৭
Share:

বৃহস্পতিবার সন্ধেয় শাসকদলের নেতা-মন্ত্রী, এক ঝাঁক তারকার সামনে সম্মানিত ধারাবাহিক ‘খড়কুটো’র ‘পটকা’।

বৃহস্পতিবার সন্ধেয় শাসকদলের নেতা-মন্ত্রী, এক ঝাঁক তারকার সামনে সম্মানিত ধারাবাহিক ‘খড়কুটো’র ‘পটকা’। কালো পাঞ্জাবিতে সেজে মঞ্চে চরিত্রাভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গলায় সাদা-সবুজ উত্তরীয় পরিয়ে হাতে রাজ্য সরকারের টেলি অ্যাকাডেমি স্মারক তুলে দিতেই ক্যামেরার ঝলকানি। লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক দু’হাত ভরে দিয়েছে অম্বরীশকে। জনপ্রিয়তা, খ্যাতি, দর্শকদের ভালবাসা এবং সরকারি সম্মান। এত জনপ্রিয় হবে চরিত্রটি, বুঝেছিলেন অম্বরীশ?

Advertisement

অভিনেতা বরাবরের সোজা-সাপটা। আনন্দবাজার অনলাইনকে আন্তরিক ভাবেই বলেছেন, ‘‘শুরুতে না বুঝলেও দু’মাসের মধ্যে ‘পটকা’ বুঝিয়ে দিয়েছে সে দর্শকের কাছে কতটা প্রিয়। এত ভাল চরিত্র আমিও এর আগে পাইনি। এক দিকে খুবই সহজ-সরল, আমুদে। অন্য দিকে, তাঁর স্পষ্ট কথায় কষ্ট নেই। দুইয়ের মিশ্রণ ঘটায় চরিত্রটি ভাল অভিনয়ের সুযোগ করে দিয়েছে।’’

অম্বরীশ এখানেই থামেননি। তাঁর আরও দাবি, শুধু সরকারি সম্মান বলে নয়, রাজ্য সরকার ছোট পর্দার শিল্পী-কলা কুশলীদের নিয়ে ভাবছেন বলে তিনি বেশি খুশি। ‘পটকা’র কথায়, ‘‘আমাদের ক্ষোভ ছিল, আগের সরকার ছোট পর্দার শিল্পীদের জন্য কখনও কিছু ভাবেনি। অথচ, টেলি ইন্ডাস্ট্রি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার ভেবেছে। সম্মান, পুরস্কার হাতে তুলে দিচ্ছে। আমরা খুশি।’’ সরকারি সম্মান পাওয়া কি তবে শাসকদলের সম্মান পেয়ে তার সু’নজরে থাকার নামান্তর? ধারাবাহিক ‘রাজা অ্যান্ড গজা’র ‘গজা’র মতে, শাসকদলের সু’নজরে থাকা বা থাকার চেষ্টা তো অন্যায় নয়!

Advertisement

তাঁর যুক্তি, ‘‘তার মানে এও নয় যে সরকারের দোষ-ত্রুটি দেখলেও চুপচাপ থাকব। কোনও দিন সে রকম কিছু চোখে পড়লে অবশ্যই জানাব। শিল্পীর দায়, সরকারি সম্মান পেয়ে যেন সরকারের তোষামুদে না হয়ে পড়েন। আমি অন্তত সে পর্যায়ে নেই। তাই নিন্দা-প্রশংসা দুই করব পরিস্থিতি বুঝে। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যবাসীকেই সেই সুযোগ দিয়ে রেখেছেন।’’ ‘পটকা’র পাশাপাশি লীনার নতুন ধারাবাহিক ‘গুড্ডি’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অম্বরীশ। সেই চরিত্র কেমন? আগামী বছর নতুন চরিত্র আবার সরকারি সম্মান এনে দেবে?

অভিনেতা জানিয়েছেন, কিছুটা ‘পটকা’র আদল থাকলেও নতুন ধারাবাহিকে হুবহু ‘পটকা’ নন। ছোট পর্দায় আবারও তিনি নায়কের ছোট কাকা। তবে অনেক বেশি সিরিয়াস এবং রোম্যান্টিক মনের মানুষ। তার অতীত আছে। ধীরে ধীরে সেই গল্প দেখানো হবে। খুব ভাল গাইতেও পারেন। অম্বরীশ এই ধারাবাহিকে নিজের গলায় গাওয়ার সুযোগ পেয়েছেন। আশা, আরও কিছু দিন গেলে বোঝা যাবে নতুন চরিত্রও ‘পটকা’র মতো জনপ্রিয় হবে কিনা। তাই প্রাণ ঢেলে অভিনয় করছেন অম্বরীশ। দাবি, ‘‘আগামী বছর আবার সরকারি সম্মান পাব কিনা জানি না। তবে দর্শকদের মন জয় যাতে করতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। গত ১৫ বছর ধরে ওঁরাই তো আমায় ভালবেসে জড়িয়ে রেখেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement