Ameesha Patel

‘সিনেমার তুলনায় পার্টিতে মজে থাকে!’ নতুন প্রজন্মের অভিনেতাদের একহাত নিলেন অমিশা পটেল

“অভিনেতাদের ঘিরে এখন আর কোনও কৌতূহল নেই মানুষের। যত্রতত্র দর্শকের সামনে ধরা দেন তাঁরা”, কেন বললেন অমিশা পটেল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০
Share:

নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে কেন অসন্তোষ প্রকাশ করলেন অমিশা পটেল? সংগৃহীত।

ঝুলিতে একাধিক সফল ছবি থাকা সত্ত্বেও সে ভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি অমিশা পটেল। মাঝে মাঝে তাঁর দেখা পাওয়া গেলেও বলিউডের সঙ্গে তাঁর আগের মতো সখ্য নেই। সম্প্রতি সমাজমাধ্যমে আনাগোনা নিয়ে নতুন প্রজন্মের অভিনেতাদের একহাত নিলেন অভিনেত্রী।

Advertisement

তাঁর মতে, বর্তমানে অভিনেতারা ইনস্টাগ্রাম নিয়ে বেশি মনোযোগী। রিল বানানো থেকে শুরু করে শুটিং ফ্লোরে সাজঘরে কী ঘটছে সে সব প্রকাশ্যে আনতে বেশি আগ্রহী শিল্পীরা। অভিনয় বা ছবি নিয়ে তাঁরা খুব একটা ভাবিত নন বলেই মনে করেন অমিশা। ৭০ এমএম পর্দার তুলনায় পার্টিতে নিজেদের মেলে ধরতে ভালবাসেন নতুন প্রজন্মের অভিনেতারা।

অভিনেত্রী বলেন, “আমাদের সময়ে সব কিছু আরও বাস্তবমুখী ছিল। শাহরুখ, সলমন, আমি, রানি, করিনা, আমাদের প্রত্যেকের মূল লক্ষ্য ছিল ক্যামেরার সামনে আমরা কী করছি।” তাঁর দাবি, অভিনেতাদের ঘিরে এখন আর কোনও কৌতূহল নেই মানুষের মধ্যে। কারণ তাঁরা যেখানে সেখানে দর্শকের সামনে ধরা দেন। অমিশা বলেন, “দর্শকের আগ্রহ বজায় রাখতে এই দিকটি মাথায় রাখা প্রয়োজন। আমার মনে হয়, এই প্রজন্মের অভিনেতাদের এটাই সব থেকে বড় নেতিবাচক দিক।”

Advertisement

এই প্রসঙ্গেই অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রের নাম উল্লেখ করেন অমিশা। বলেন, “সেই সময় তাঁদের ঘন ঘন টেলিভিশনে দেখা যেত না বা তাঁরা এত সাক্ষাৎকারও দিতেন না। প্রেক্ষাগৃহে তাঁদের ছবি আসত আর দর্শক ঝাঁপিয়ে পড়ত। ছবি সফল হত। আর এখন বক্স অফিসের দিকে তাকালেই বোঝা যায় কোন দিকে যাচ্ছে বিষয়টা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement