Ameesha Patel

৪৯-এ অবিবাহিত অমিশা, সবুজ বিকিনিতে স্পষ্ট স্ফীতোদর, তিনি কি অন্তঃসত্ত্বা? ভাইরাল ছবি

৪৯-এর অমিশাকে নিয়ে হইহই কাণ্ড! নেটপাড়ার একাংশের দাবি, অভিনেত্রী নাকি মা হতে চলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৮:২৯
Share:

অভিনেত্রী অমিশা পটেল। ছবি: সংগৃহীত।

ঝুলিতে একাধিক সফল ছবি থাকা সত্ত্বেও সে ভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি অমিশা পটেল। মাঝেমাঝে তাঁর দেখা পাওয়া গেলেও বলিউডের সঙ্গে তাঁর আগের মতো সখ্য নেই। যদিও ‘গদর ২’-এর সাফল্যের পরে ফের প্রচারের আলোয় ফিরেছেন তিনি। এ বার অমিশাকে নিয়ে হইহই কাণ্ড! নেটপাড়ার একাংশের দাবি, অভিনেত্রী নাকি মা হতে চলেছেন!

Advertisement

বলিউডে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন অমিশা। এক সময় পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ৫০ ছুঁইছুঁই বয়সেও ‘সিঙ্গল’ অভিনেত্রী। নিজের শর্তে নিজের জীবন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে যান একান্তে কিছুটা সময় কাটাতে। সেখানে নিজের বিলাসবহুল যাপনের টুকরো ছবি সমাজমাধ্যমে তুলে ধরেন। সেখান থেকেই শুরু হয় বিপত্তি। একটি ছবিতে অভিনেত্রী পুলের ধারে সবুজ বিকিনি, টুপি ও রোদচশমা পরে শুয়ে আছেন। আর একটি ছবিতে তিনি আইসক্রিম খাচ্ছেন। সেই ছবি দেখে অনেকেই মন্তব্য করেন, ‘‘অমিশা কি মা হতে চলেছেন?’’ আর এক জন লিখেছেন, ‘‘তিনি যে ভাবে নিজের পেট ধরে আছেন, তাতে তো মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।’’ অন্য জন বলেন, ‘‘তিনি বিয়ে না করেই অন্তঃসত্ত্বা!’’ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অমিশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement