Shilpa Shetty

‘মানহানির মামলা করব’, শিল্পার বিরুদ্ধে মিথ্যে অপবাদ! কী বললেন নায়িকার আইনজীবী?

শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ। একের পর এক খবরে বিরক্ত অভিনেত্রী। কী জানালেন তাঁর আইনজীবী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৯
Share:

কী বললেন শিল্পার আইনজীবী? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। সেই টাকা নাকি চার নায়িকার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেই তালিকায় রয়েছে শিল্পা-সহ বিপাশা বসু, নেহা ধুপিয়ার নাম। তবে শিল্পার আইনজীবীর দাবি, দশ বছর আগে স্বামীর থেকে ১৫ কোটি টাকা নেননি অভিনেত্রী।

Advertisement

শিল্পা এবং রাজের টাকাপয়সা লেনদেনের সব হিসাব খতিয়ে দেখছে মুম্বই পুলিশের ‘ইকোনমিক অফেন্স উইং’ শাখা। এই বিতর্কে মুখ খুলেছেন নায়িকার আইনজীবী। তিনি জানিয়েছেন, শিল্পা দশবছর আগে কোনও ১৫ কোটি টাকার লেনদেন করেননি। ভুল খবর ছড়ানো হচ্ছে।

শিল্পার আইনজীবী বলেন, “আমার মক্কেল কোনও টাকা নেয়নি কারও থেকে। ওঁর নামে ভুল তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করব আমরা। কোথা থেকে এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে ,তা খোঁজার চেষ্টা করছি আমরা। যাঁরা আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, যে সব সংবাদমাধ্যমে ভুল তথ্য দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে বাধ্য হব। বেশি কিছু বলতে পারছি না যেহেতু এই মামলা এখনও বিচারাধীন।”

Advertisement

৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে রাজ বলেছিলেন, “আমি বলব আর একটু অপেক্ষা করুন। দেখুন না কী হয়! আমরা এই জীবনে কোনও ভুল কাজ করিনি। কখনও করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement